স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন আর্জেন্টিনার রেফারি। এতে করে ব্রাজিলিয়ান সমর্থকদের উদ্বেগের শেষ ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে উদ্বেগ প্রকাশ করেছিল তারা। শেষ পর্যন্ত অবশ্য তাদের সে উদ্বেগ বিফলে যায়। ম্যাচটি টাইব্রেকারে নিষ্পত্তি হয়। এদিকে কোপার ফাইনাল পরিচালনার জন্য দায়িত্বদের নাম দেখে ব্রাজিলিয়ান সমর্থকরা কিছুটা স্বস্তিতে পেতে পারেন। কেননা, ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন ব্রাজিলিয়ানরা।
সোমবার (১৫ জুলাই) সকাল ছয়টায় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলাম্বিয়া। এই ম্যাচে মূল রেফারির দায়িত্ব পালন করবেন ব্রাজিল রাফায়েল ক্লাউস। তার সহকারী হিসেবে যারা থাকবেন তারাও ব্রাজিলিয়ান। তারা হলেন- ব্রুনো পিরেস ও রদ্রিগো কোরেয়া। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্ব পালন করবেন আরেক ব্রাজিলিয়ান রডোলফো টস্কি। তার সহকারীও আরেক ব্রাজিলিয়ান, তিনি দানিলো মানিস। শুধুমাত্র চতুর্থ ও পঞ্চম রেফারির দায়িত্ব পেয়েছেন প্যারাগুয়েল হুয়ান বেনিতেজ ও এদুয়ার্দো কারদোজ।
২০১৫ সাল থেকে আন্তর্জাতিক অঙ্গনে রেফারির দায়িত্ব পালন করছেন ক্লাউস। ৪৪ বছর বয়সী এই রেফারিকে দক্ষিণ আমেরিকান ফুটবলে অন্যতম সেরা অফিশিয়াল হিসেবে বিবেচনা করা হয়। সর্বশেষ বিশ্বকাপে গ্রুপ পর্বে দুটি ম্যাচ পরিচালনার পাশাপাশি এবার কোপা আমেরিকাতেও ম্যাচ পরিচালনা করেছেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্ব, বিশ্বকাপ কোপা আমেরিকা, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ, কোপা লিবার্তোদোরেস ও কোপা সুদামেরিকানায় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে ক্লাউসের।
ক্লাউস এ পর্যন্ত কলম্বিয়ার তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। এক জয়, এক ড্র ও এক হার এই তিন ম্যাচে কলম্বিয়ার ফল। এর মধ্যে একটি ম্যাচে প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। ক্লাউসের অধীনে এই তিন ম্যাচে কলম্বিয়ার খেলোয়াড়েরা ৯ বার হলুদ কার্ড দেখেছেন। লাল কার্ড নেই। ২০২১ কোপা আমেরিকার তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে পেরুর বিপক্ষে কলম্বিয়ার ৩-২ গোলের জয়ে রেফারি ছিলেন ক্লাউস। একই বছর বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে কলম্বিয়ার ১-১ গোলে ড্র ম্যাচে রেফারি ছিলেন এই ব্রাজিলিয়ান।
তার অধীনে কলম্বিয়া আর্জেন্টিনার বিপক্ষে খেলেছে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি। সেটি ছিল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। আর্জেন্টিনার কাছে ১-০ গোলে সেই হারের পর টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া। অর্থাৎ কলম্বিয়ার সর্বশেষ হারের ম্যাচে রেফারি ছিলেন ক্লাউস।
কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচ ছাড়াও আর্জেন্টিনার আরো তিনটি ম্যাচ পরিচালনা করেছেন ক্লাউস। ২০২০ সালে প্যারাগুয়ের সঙ্গে আর্জেন্টিনার গোলশূন্য ড্র এবং ২০২১ সালের অক্টোবরে একই প্রতিপক্ষের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলে জয়ের ম্যাচে রেফারি ছিলেন ক্লাউস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।