জুমবাংলা ডেস্ক : পাত্র পক্ষের কনে দেখা আংটি বদল সবই হয়েছে। মাত্র একদিন পরই ছিল বিয়ের আনুষ্ঠানিকতা। পরিবারের পক্ষ থেকে নেয়া হয়েছে বিয়ের সকল প্রস্তুতি। সাজানো হয়েছে বিয়ের গেট। যে পথ দিয়ে বরের হাত ধরে শশুরবাড়ি যাবার কথা সেই পথ দিয়েই বের হল কিশোরী রুবিনার লাশ।
বর পছন্দ না হওয়ায় সে নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। ঘটনাটি ঘটেছে আজ বৃহষ্পতিবার সকালে মেহেরপুরের গাংনীর হাড়িয়াদহ গ্রামের মধ্যপাড়ায়।
রুবিনা খাতুন (১৪) ওই গ্রামের রবিউল ইসলামের মেয়ে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
স্থানীয়রা জানান, গাংনীর তেরাইল গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাসী এক যুবকের সাথে রুবিনার বিয়ের দিনক্ষণ ঠিক হয় শুক্রবার। কয়েকদিন আগে বর পক্ষের লোকজন এসে রুবিনাকে আংটি পরিয়ে যান। কিন্তু বরকে পছন্দ হয়নি রুবিনার।
পরিবারের লোকজনকে সাফ জানিয়ে দেয় এ বিয়েতে তার মত নেই। কিন্তু পরিবারের লোকজন রুবিনার কথা মানতে নারাজ। একরকম জোর করেই বিয়ের দিন ধার্য্য করেন তারা।
অবশেষে নিজ শয়নকক্ষের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় সে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।