নববধূ এসেছেন স্বামীর লাশ নিতে, সড়কে শেষ পলাশ-ডলির সংসার

জুমবাংলা ডেস্ক : স্বামীর অপেক্ষায় ছিলেন নববধূ ডলি। শেষ কথা হয়েছে ভোররাতে মোবাইল ফোনে। স্বামী বলেছিলেন, ‘তিন ঘণ্টা পর দেখা হবে, তুমি ঘুমাও।’ কিন্তু না দেখা করে চিরনিদ্রায় স্বামী নাছির উদ্দীন পলাশ।তিন ঘণ্টা পার হয়ে যাওয়ার পর সড়ক দুর্ঘটনায় নিহত স্বামীর মৃতদেহ নিতে এসেছেন ডলি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে … Continue reading নববধূ এসেছেন স্বামীর লাশ নিতে, সড়কে শেষ পলাশ-ডলির সংসার