টোপর মাথায় পরীক্ষাকেন্দ্রে বর, বাইরে অপেক্ষায় বরযাত্রী

বরযাত্রী

আন্তর্জাতিক ডেস্ক : পাশের দেশ ভারতে অবাক করা ঘটনার যেন কমতি নেই। কিছুদিন আগেই প্রেমিকার হয়ে চাকরির পরীক্ষা দিতে গিয়ে খবরের শিরোনাম হয়েছেন এক প্রেমিক। এবার বর সেজে পরীক্ষা দিয়ে শিরোনাম হলেন আরেকজন।

বরযাত্রী

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, ঘটনা উত্তরপ্রদেশের। সেখানকার মুধারি এলাকার এক যুবকের বিয়ে ও চাকরির পরীক্ষা ছিল একইদিনে। দুটি বিষয়ই গুরুত্বপূর্ণ হওয়ায় প্রশান্ত যাদব নামের ওই যুবক বরযাত্রী নিয়েই হাজির হলেন পরীক্ষাকেন্দ্রে। একেবারে বিয়ের সাজে টোপর মাথায় পরে পরীক্ষা দিলেন হবু বর।

গত রোববার সন্ধ্যায় বিয়ের লগ্ন ছিল প্রশান্তের। তাঁর বাড়ি মুধারি এলাকায়। একই দিনে কনস্টেবল পদের পরীক্ষা ছিল মাহোবা এলাকায়। এমন পরিস্থিতিতে সকাল সকাল বাড়ি থেকে বরযাত্রী নিয়েই বেরিয়ে পড়েন প্রশান্ত। কারণ বিয়ে করতে যেতে হবে আরেক এলাকা বান্দায়। মাঝপথেই মাহোবা এলাকায় একটি স্কুলে ছিল পরীক্ষাকেন্দ্র।

পুলিশ কনস্টেবল পদে চাকরির পরীক্ষা ছিল প্রশান্তের। পরীক্ষাকেন্দ্রে পাহারায় ছিলেন পুলিশ সদস্যরা। তাঁরা পরীক্ষাকেন্দ্রের সামনে বরযাত্রীদের দেখে অবাক হন। তবে পুরো বিষয় শুনে বর বেশেই পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয় প্রশান্তকে। যতক্ষণ পরীক্ষা দিচ্ছিলেন তিনি, ততক্ষণ পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষায় ছিলেন বরযাত্রীরা। পরীক্ষা শেষ হলে বর ও বরযাত্রীর দল রওনা দেন বিয়ে বাড়ির উদ্দেশে।

সয়াবিন তেলের দাম লিটারে যত টাকা কমল

এদিকে এ ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অল ইন্ডিয়া রেডিও নিউজ। মুহূর্তেই ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। নেটিজেনদের কাছ থেকে আসে নানা রকম প্রতিক্রিয়া। কেউ কেউ বরের নিষ্ঠার প্রশংসা করেন। আবার অনেকে একে ‘শো অফ’ বা লোকদেখানো কাজ বলে মন্তব্য করেন।