আলোচিত এই সিনেমাটির বাজেট ৪ কোটি, আয় ১৭৮ কোটি টাকা

প্রেমালু

বিনোদন ডেস্ক : একটি নিখাত প্রেমের গল্প। তাতে নেই বিগ বাজেট বা বড়সড় তারকাদের ভিড়। তবে এর গল্পই সিনেমাটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। মালয়ালম সিনেমাটির নাম ‘প্রেমালু’। ৪ কোটি টাকা বাজেটের সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। গত ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ছবিটি বক্স অফিস থেকে এ পর্যন্ত বাংলাদেশি মুদ্রায় ১৭৮ কোটি টাকা তুলেছে।

প্রেমালু

প্রেম ও কমেডি ঘরানার সিনেমাটির নির্মাতা গিরিশ এডি। শচীন ও রেণু নামে দুই তরুণ–তরুণীর প্রেমকে কেন্দ্র করেই সিনেমার গল্প এগিয়েছে। এতে জুটি বেঁধেছেন ২৩ বছর বয়সী অভিনেতা নাসলেন কে গফুর ও ২২ বছর বয়সী অভিনেত্রী মামিথা বাইজু।

প্রথমবারের মত এক গানে ৩০ জনের বেশি তারকা

আলোচিত সিনেমাটি ১২ এপ্রিল ডিজনি প্লাস হটস্টারে মুক্তির পর ভারতের বাইরে বাংলাদেশের দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। সিনেমাভিত্তিক ফেসবুক গ্রুপগুলোতে সিনেমাটি নিয়ে চলছে তুমুল আলোচনা।

Premalu Official Trailer | Naslen | Mamitha | Girish AD | Bhavana Studios

এ বছর মালয়ালম ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর একটি এটি। সিনেমাটি নিয়ে আলোচনার মধ্যেই ‘প্রেমালু ২’ নির্মাণের ঘোষণা দিয়েছে ভাবনা স্টুডিওস। ২০২৫ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।