মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাংচুর এবং ব্যবসায়ীর নিকট চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
শুক্রবার বিকেলে সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের মধ্য বরুন্ডী গ্রামে এ ঘটনায়। ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী ফিরোজ আহম্মেদ সরকার বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামী করে মানিকগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়ী ফিরোজ আহম্মেদ সরকার ব্যবসায়ীক কাজে পরিবারসহ ঢাকায় থাকাবস্থায় স্থানীয় আওয়ামী লীগ নেতা লুৎফর, আতিক সরদার, মামুন ও রুস্তমসহ অজ্ঞাত আরো ৫০-৬০ জন ফিরোজ আহম্মেদের বাড়িতে হামলা চালিয়ে ঘরের তালা এবং দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। হামলাকারীরা ঘরের আসবাবপত্র, জানালার গ্লাসসহ বিভিন্ন জিনিসপত্র এবং ঘরের বাহিরে থাকা একটি মোটর সাইকেল ভেঙ্গে ফেলে। সেসময় ফিরোজ আহম্মেদকে হাতের কাছে পেলে তাকেসতার পরিবারের সকলকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। অভিযুক্ত ফিরোজ আহম্মেদের কাছে থেকে মোটা অংকের চাঁদা দাবী করে বলেও উল্লেখ করা হয় অভিযোগ পত্রে।
ফিরোজ আহম্মেদ বলেন, বিবাদীরা আমার ফ্যাক্টরীতে হামলা করাসহ আমাকে ও আমার পরিবারের সকলকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। তাদের ভয়ে আমি আমার বাড়িতে যেতে পারছি না এবং আমার ব্যবসা পরিচালনায় বিঘ্ন হচ্ছে। আমি চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।
বিষয়টি নিয়ে অভিযুক্ত লুৎফর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকার বাড়িতে কে বা কারা ভাংচুর করেছে সেটা আমার জানা নেই। সেসময় আমি অফিসে ছিলাম। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করেছে এর কোন ভিত্তি নেই। আরেকটা বিষয় হচ্ছে, আমরা আওয়ামী লীগ করিনা। আমরা কোন দল করি সেটা রিতা ম্যাডাম থেকে শুরু করে সব নেতারাই জানেন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।