ফুলের বনে লুকিয়ে আছে প্রজাপতি, ১৫ সেকেন্ডে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস

জুমবাংলা ডেস্ক : ফুলের বাগানে খেলা করে বেড়াচ্ছে প্রজাপতি। ছোট বেলায় এমন প্রজাপতির পিছনে অনেকেই ছুটে বেড়িয়েছেন। এই ছবিতেও প্রজাপতির পিছনে মনে মনে একটু ঘুরে নিন। নজর ভাল আর তীক্ষ্ণ বুদ্ধি হলে আপনার চোখ ১৫ সেকেন্ডের মধ্যেই খুঁজে নেবে লুকনো প্রজাপতিকে।

বাগানের ফুলের বাহার চোখ ধাঁধানো। কিন্তু চোখ ধাঁধালে চলবে না। দৃষ্টি নিবদ্ধ রেখে খুঁজতে হবে প্রজাপতি। যার বাহারে ডানা ফুলের পাপড়ির সঙ্গেই মিশে আছে।

কাজটা সহজ নয়। কিন্তু বুদ্ধিমানেদের বেশি সময় লাগবে না। আপনি কি খুঁজে পেলেন।

১৫ সেকেন্ড শেষ হতে চলল কিন্তু।

এখনও না পেলে নীচে দেখে নিন সমাধান।