জুমবাংলা ডেস্ক : দেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সিট বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ বহু পুরোনো। ছাত্র রাজনীতি ও প্রভাবের কারণে অনেকেই সিট বঞ্চিত হতেন, অনেকে আবার এক রুম দখল করে রাখতেন। তবে নতুন সরকারের আগমন ও ছাত্রদের বিজয়ের পর বদলে যেতে পারে শিক্ষাঙ্গনের চেহারা। সেক্ষেত্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে মেধার ভিত্তিতে হলে সিট বরাদ্দ দেয়ার কথা বলা হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) নিজেদের অফিসিয়াল পেইজে একটি স্ট্যাটাস দিয়ে এই দাবি করেছে।
ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম সেখানে লেখেন, মেধার ভিত্তিতে হলে সিট বরাদ্দ দেওয়া হোক। ক্যাম্পাসে কোনো ধরনের হল দখল, সিট দখল সাধারণ শিক্ষার্থীরা মেনে নিবে না।
পরে তিনি আহ্বান জানিয়ে বলেন, আসুন, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আধিপত্যবাদ ও নিপীড়ন মুক্ত ক্যাম্পাস গড়ে তুলি।
এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীরা যেসব দাবিগুলো তুলেছিল তার মধ্যে অন্যতম ছিল ছাত্র রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা। ইতিমধ্যে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়কে রাজনীতি মুক্ত ঘোষণা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।