বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : চারটি নতুন ক্যামেরা সেন্সরের উপর কাজ করছে স্যামসাং, 2023 সালের শুরুতেই 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ Galaxy S23 Ultra লঞ্চ করে সবাইকে চমক দিয়েছিল স্যামসাং। এবার শোনা যাচ্ছে, 1 ইঞ্চি 440 মেগাপিক্সেল ক্যামেরার উপর কাজ করছে সংস্থাটি। যদিও এই ক্যামেরা স্মার্টফোনের জন্য নাকি অন্য কিছু তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বছর শুরুতে Galaxy S23 সিরিজে যে স্মার্টফোনগুলি লঞ্চ হয় – Galaxy S23, Galaxy S23+ এবং Galaxy S23 Ultra। এই সব মডেলগুলিতে রয়েছে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে দেওয়া হয়েছে 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, 10 মেগাপিক্সেল সেন্সর, 10 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর।
এবার @Tech_Reve নামক টিপস্টার ইঙ্গিত দিয়েছেন যে স্যামসাং 440 মেগাপিক্সেলের নতুন ISOCELL ক্যামেরা সেন্সর বানানো শুরু করেছে। এই ISOCELL হল একাধিক সেন্সরের ফ্যামিলি প্যাক যা দক্ষিণ কোরিয়ার এই সংস্থাটি বানিয়ে থাকে। আর এই সেন্সর স্যামসাং-এর কাছ থেকে অন্য সংস্থাগুলি কেনে। এই সেন্সরগুলি স্মার্টফোন, কম্পিউটার এবং ডিজিটাল ক্যামেরায় ব্যবহার হয়ে থাকে।
টিপস্টারের দাবি অনুসারে, 50 মেগাপিক্সেলের ISOCELL 1.6 ইঞ্চি সেন্সর, 200 মেগাপিক্সেল ISOCELL HP7 0.6 ইঞ্চি সেন্সর এবং 440 মেগাপিক্সেল ISOCELL সেন্সর বানাচ্ছে স্যামসাং। এই 1 ইঞ্চি সেন্সরটি বহুল প্রচলিত Sony IMX989 সেন্সরকে টক্কর দিতে পারে। যা বর্তমানে অধিকাংশ প্রিমিয়াম স্মার্টফোনে ব্যবহার করা হয়ে থাকে।
Sony-এর সেন্সরকে আগামী দিনে প্রতিস্থাপন করতে পারে স্যামসাংয়ের সেন্সরটি বলেও শোনা যাচ্ছে। যদিও এই তথ্যে এখনও শিলমোহর দেয়নি দক্ষিণ কোরিয়ার সংস্থাটি। আলোচ্য 440 মেগাপিক্সেল ক্যামেরাটি স্মার্টফোন নয়তো অত্যাধুনিক কোনও গাড়িতে ব্যবহার করা হতে পারে বলে জল্পনা।
উল্লেখ্য বিষয় হল, উচ্চ রেজোলিউশন যুক্ত ক্যামেরা বানানোর ক্ষেত্রে ইচ্ছা প্রকাশ করেছে খোদ স্যামসাং-ই। সম্প্রতি তারা এক বিবৃতিতে জানিয়েছে, 600 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা বানাতে চায় তারা। 2020 সালে সংস্থা দাবি করে, তারা এমন এক ক্যামেরা বাজারে আনবে যা মানুষের চোখের সমান হবে। আর এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে 440 মেগাপিক্সেলের এই সেন্সর।
টিপস্টার আরও দাবি করেছেন, যে আগামী Samsung Galaxy S26 Ultra সিরিজে 320 মেগাপিক্সেল ক্যামেরা দেখতে পেতে পারেন ইউজাররা। Galaxy S25 Ultra সিরিজে 200 মেগাপিক্সেল ক্যামেরা আনার কথা শোনা যাচ্ছিল। তবে অত্যধিক খরচের কারণে সেই পরিকল্পনা বাদ দেয় স্যামসাং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।