বিনোদন ডেস্ক : বেশ কয়েকবছর ধরেই তারকাদের নিয়ে জাঁকজমকভাবে আয়োজিত হয় ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’। গেল বছরও আয়োজিত হয়েছিল সিসিএল। তবে তারকাদের মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে ঝামেলা তৈরি হওয়ায় বন্ধ হয়ে যায়। ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ আয়োজন করেছিল উইংস কমিউনিকেশনস। এবার এই আয়োজকরাই তারকাদের নিয়ে শুরু করতে যাচ্ছে সেলিব্রিটি ফুটবলস ম্যানিয়া!
গত ৮ এপ্রিল রাতে মিরপুর স্কাই লাউঞ্জে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সংবাদ সম্মেলন এবং লোগো উন্মোচিত হয় তারকাদের এই ফুটবল টুর্নামেন্টের। সেখানে উপস্থিত ছিলেন সাঞ্জু জন, রাহা তানহা খান, রাফসান শাবাব, মুসাফির সাঈদ, শিবলী নোমানসহ অনেকেই।
জানা গেছে, আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে সেলিব্রিটি ফুটবল লিগের এই টুর্নামেন্ট।
সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট আয়োজকরা জানায়— ছয়টি দলে ভাগ হয়ে বাংলাদেশের বিভিন্ন শ্রেণির তারকারা ফুটবল খেলবে। এখানে চারটি দল ছেলে তারকাদের ও দুটি দল নারী তারকাদের।
এ প্রসঙ্গে উইংস কমিউনিকেশনসের কর্ণধার সৈয়দ জিহাদ হোসাইন বলেন, সিসিএলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং পূর্বের সকল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সকল ভুলভ্রান্তি শুধরে আমরা এবার তারকাদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি।
তিনি আরও বলেন, এবার অভিনয় শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ড, এফডিসি এবং আমাদের সিনিয়র শিল্পীদের সহযোগিতা নিয়েছি আমরা। তারা আমাদের ব্যাপকভাবে সাপোর্ট করছেন। আশা করছি, এবারের আয়োজন অনেক বেশি জাঁকজমকপূর্ণ এবং সুশৃঙ্খল হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।