যেসব পরিবর্তন নিয়ে আসছে গুগল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চারদিকে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জয়জয়কার। বদলের হাওয়া লেগেছে প্রায় সব টেক জায়ান্টের প্রোডাক্ট ফিচারে। ২৫ বছরে পা রাখতে যাচ্ছে গুগল। সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের সঠিক তথ্য দিতে কয়েক বছর আগে থেকেই এআইভিত্তিক অ্যালগরিদমের সঙ্গে পরিচয় করিয়ে দেয় তারা। সম্প্রতি মাইক্রোসফটের বিং চ্যাটবট ও ওপেন এআইয়ের চ্যাটজিপিটি অনেকটাই হুমকির মুখে ফেলে দিয়েছে তাদের। ফলে তাদের মোকাবিলায় সার্চ ইঞ্জিনে আমূল পরিবর্তন নিয়ে আসছে গুগল। এই আপডেটকে ‘সার্চ জেনারেটিভ এক্সপিরিয়েন্স (এসজিই)’ হিসেবে নামকরণ করেছে।

কী থাকছে সার্চ জেনারেটিভ এক্সপিরিয়েন্সে?

সার্চে জেনারেটিভ এইআই সংযুক্ত করে আরও যথাযথ তথ্য দেবে বলে আশা করছে গুগল। আপডেটেড এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে আগের থেকে যতটা সম্ভব বেশি তথ্য ইন্টারনেটে নিয়ে আসা এবং তা এক ক্লিকেই ইউজারের কাছে পৌঁছে দেওয়া হবে।

তিন মাস আগেই সংস্থাটি এসজিই রোল আউট করেছে। গুগলের দাবি, ব্যবহারকারীদের ব্যাপক সাড়া পেয়েছে। লাখ লাখ ব্যবহারকারীর সার্চিং অভিজ্ঞতা আরও ভালো করতে ক্রমাগত কাজ করে যাচ্ছে গুগল।

সার্চ জেনারেটিভ এক্সপিরিয়েন্স প্রতিক্রিয়া

ওয়েবে যারা তথ্য খোঁজেন, তাদের জন্য এই ফিচার অত্যন্ত সুবিধাজনক হবে। যখন ব্যবহারকারী সার্চ ইঞ্জিনে কোনো জটিল তথ্য সার্চ করেন, তখন এটি অনেক টেকনিক্যাল শব্দ বা টার্ম দেখায়। ফলে বুঝতে প্রায়ই বিড়ম্বনা হয়। এসজিই এখন সেসব শব্দ ও টার্ম সম্পর্কে ব্যাখ্যাও করবে। ফলে সংশ্লিষ্ট পেজ থেকে বেরিয়ে যেতে হবে না। পাশাপাশি ব্যবহারকারীদের সাহায্য করতে বিজ্ঞান, ইতিহাস, অর্থনীতিসহ অনেক বিষয়ে প্রশ্নের এআই জেনারেটেড উত্তরের একটি নতুন সেট নিয়ে আসবে গুগল। সেই আপডেটের সঙ্গে ইউজাররা অর্থ বুঝতে না পারা শব্দের ওপর মাউসটি নিয়ে গেলেই এর সংজ্ঞা ও সে-সংক্রান্ত ছবি বা ডায়াগ্রামও দেখতে পাবেন। ওয়েবসাইটে ক্লিক করে অপেক্ষা করার দিন শেষ হবে এই আপডেটের মাধ্যমে। বেশির ভাগ সার্চের রেজাল্ট লিংক ক্লিক না করেই দেখা সম্ভব হবে।

ব্রাউজিংয়ের মাধ্যমে শিক্ষিত করা
গুগল বলছে, এসজিই এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে ইউজাররা যা সার্চ করবে, তা-ই খুঁজে পাবে। কিছু পেজ আবার এআই জেনারেটেড তালিকা হিসেবে হাজির হবে, যেখানে একাধিক মূল পয়েন্ট তুলে ধরা হবে আর্টিকেলের। সেখানে থাকবে দুর্বোধ্য বিষয় বোঝার জন্য দরকারি লিঙ্কও; যাতে ওই লিঙ্কের পেজে গিয়ে বিষয়টি বুঝতে পারেন।