হেলিকপ্টার থেকে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন বিমান বাহিনী প্রধান

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে বন্যা কবলিত এলাকায় দুর্গতদের মাঝে অব্যাহতভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

আজ (২৩ আগস্ট) বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে বন্যার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সার্বিক ত্রাণ কার্যক্রম তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ করেন।

এরপর বিমান বাহিনী প্রধান বন্যা কবলিত এলাকায় মানুষের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের অবহিত করেন।