বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্রযুক্তি বিশ্ব যখন আইফোন ১৬ সিরিজে বুঁদ, তখন চীনের স্মার্টফোনপ্রেমীদের মন ভরাতে পারেনি অ্যাপলের এই ‘ফ্ল্যাগশিপ’ পণ্যটি। গতকাল (৯ সেপ্টেম্বর) ‘গ্লোটাইম’ ইভেন্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উন্মোচনের পর আগামী ১৩ সেপ্টেম্বর থেকে আইফোন ১৬ সিরিজের প্রি-অর্ডার নেয়া শুরু করবে অ্যাপল। তবে চীনের বাজারে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে মার্কিন এই টেক জায়ান্টকে। চলুন এর পেছনের কারণ জেনে নেয়া যাক।
আইফোন ১৬ ফোনটিকে অ্যাপল তাঁদের প্রথম এআই-ফোকাসড ফোন হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। নেটিভ এআই প্ল্যাটফর্ম- অ্যাপল ইন্টেলিজেন্স- এর মাধ্যমে দারুন সব এআই ফিচার অফার করছে নতুন আইফোনের ৪টি মডেল। বিশেষ করে আইওএস ১৮ অপারেটিং সিস্টেম এবং এ১৮ চিপসেটের যুগলবন্দীতে আইফোন ১৬ আরও বেশি এআই সক্ষম হয়ে উঠেছে। অর্থাৎ এআই ফিচারগুলোই নতুন আইফোনের মূল আকর্ষণ।
অথচ চীনের বাজারে এআই-এর কারণেই চ্যালেঞ্জের সম্মুখীন আইফোন ১৬। স্থানীয় গণমাধ্যম ও বাজার বিশ্লেষক প্রতিষ্ঠানগুলোর বরাত দিয়ে এমনটাই জানা গিয়েছে। এর পেছনে কারণ হচ্ছে চীনের বাজারে আইফোন ১৬ সিরিজের ফোনগুলোতে এআই ফিচার উপভোগ করতে অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। কেননা অ্যাপল ইন্টেলিজেন্স এখনও চীনা ভাষায় তৈরি হয়নি এবং চীনের বাজারের জন্য এর কোনো বিকল্পও ঘোষণা করেনি অ্যাপল।
ফলে স্বাভাবিকভাবেই নতুন আইফোন নিয়ে চীনে অনেকেই হতাশা ব্যক্ত করেছে। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবো-তে ভাইরাল হওয়া একটি হ্যাশট্যাগ হচ্ছে: ‘আইফোন ১৬-এর চাইনিজ ভার্সন এখনও এআই সাপোর্ট করে না’। উক্ত হ্যাশট্যাগটি ১ কোটি ১৩ লাখেরও বেশি ভিউ হয়েছে এবং ১৫০০ কমেন্ট এসেছে।
চীনের ব্যবহারকারীদের আরেকটি অভিযোগ হচ্ছে এআই-বিহীন আইফোনের দাম। বিশেষ করে আইফোন ১৬ এর বেজ ও প্লাস মডেলের দাম এর আগের প্রজন্মের একই মডেলগুলোর সমান। তবে আশা করা হচ্ছে অ্যাপল চীনের বাজারে অ্যাপল ১৬ সিরিজের মডেলগুলোর দাম কমিয়ে আনতে পারে।
অ্যাপলের জন্য চ্যালেঞ্জটা আরও কঠিন হয়ে উঠেছে স্থানীয় প্রতিষ্ঠান হুয়াওয়ের কারণে। গতকাল আইফোন আসার পর আজই হুয়াওয়ে বাজারে নিয়ে এসেছে তাঁদের বহুল আলোচিত স্মার্টফোন মেইট এক্সটি- যেটাকে পৃথিবীর প্রথম ট্রাই-ফোল্ডিং স্মার্টফোন দাবী করছে হুয়াওয়ে।
চীনে অনেকেই এখন আইফোনের বিকল্প হিসেবে হুয়াওয়ের স্মার্টফোনকে বিবেচনা করে থাকে। সোশ্যাল মিডিয়াতে অনেকেই হুয়াওয়ের পক্ষে মত দিয়েছেন।
প্রযুক্তি খাতের বাজার বিশ্লেষক সংস্থা ক্যানালিজ এর বিশ্লেষক টবি ঝু মনে করেন চীনের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অ্যাপলকে অবশ্যই চীনের জন্য আলাদা করে এআই অ্যাপ বা সার্ভিস ইকোসিস্টেম নিয়ে আসতে হবে।
তবে আইডিসি’র বিশ্লেষক উইল ওং মনে করেন যে, অ্যাপলের শক্তিশালী গ্রাহক আনুগত্যের (কাস্টমার লয়্যালটি) কারণে আইফোন ১১, ১২ ও ১৩ সিরিজের ব্যবহারকারীদের অনেকেই নিজেদের ডিভাইস আইফোন ১৬-এ আপগ্রেড করতে চাইবেন।
ফলে হুয়াওয়ের সাথে প্রতিযোগিতায় অ্যাপলের সম্ভাবনা কতটুকু সেটা এখনই হলফ করে বলে দেয়া যাচ্ছে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।