জুমবাংলা ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের পুরুষ সদস্যদের নামে সরকারি খাতের পরিবার সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে বয়সের সীমা শিথিল করেছে সরকার।
সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে বয়স ৬৫ বা বেশি হতে হবে এ বিধান প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে শহিদ পরিবারের পুরুষ সদস্যরা যে কোনো বয়সের হোক না কেন তারা পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন বা সরকার তাদের নামে সঞ্চয়পত্র দিতে পারবে।
এ বিষয়ে ৬ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আলোকে বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। একই বিষয়ে জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে প্রজ্ঞাপনটি তাদের সব ব্যুরো অফিস ও ডাকঘরে পাঠানো হয়েছে।
প্রচলিত নিয়ম অনুযায়ী পরিবার সঞ্চয়পত্র সবাই কিনতে পারে না। তিন ধরনের ব্যক্তি এ সঞ্চয়পত্র কিনতে পারেন। ১৮ ও এর বেশি বয়সের যে কোনো বাংলাদেশি মহিলা। যে কোনো বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও মহিলা এবং ৬৫ ও এর বেশি বয়সি যে কোনো বাংলাদেশি পুরুষ ও মহিলা এটি কিনতে পারেন।
জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের অনেকের বয়স ৬৫ বছর না হওয়ায় তাদের ক্ষেত্রে সময়সীমা শিথিল করেছে। এছাড়া সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আয়কর রিটার্ন দেখানোর নিয়মও শিথিল করা হয়েছে।
এতে বিনিয়োগ করলে সর্বোচ্চ ১১ দশমিক ৫২ শতাংশ মুনাফা দেওয়া হয়। পরিবার সঞ্চয়পত্র একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকা কেনা যায়। যৌথ নামে এটি কেনা যায় না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।