যে শর্তে পরিবারের সদস্যদের কুয়েতে নিতে পারবেন প্রবাসীরা

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েত প্রবাসীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। এখন থেকে তারা পরিবারের সদস্যদের দেশটিতে ভ্রমণ করানোর সুযোগ পাবেন। মাত্র ৪০০ দিনার বেতন থাকলেই যে কোনো পেশার বৈধ আকামাধারী প্রবাসী পরিবারের সদস্যদের নিতে পারবেন কুয়েতে।

কুয়েতে দীর্ঘদিন বন্ধ ছিল ভ্রমণ ভিসা। অবশেষে চলতি মাস থেকে কিছু শর্তে পারিবারিক ভিসা, পারিবারিক ভিজিট ভিসা এবং ব্যবসায়িক ভিজিট ভিসার দ্বার খুলেছে দেশটিতে।

কুয়েত সরকারের নির্দেশনা অনুসারে, এখন থেকে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা তাদের মা, বাবা, স্ত্রী ও সন্তানদের কুয়েত ভ্রমণ করাতে পারবেন। পারিবারিক ভ্রমণ ভিসার ক্ষেত্রে যে কোনো পেশার বৈধ প্রবাসীর বেতন ৪০০ দিনার হলেই আবেদন করতে পারবেন।

তবে পারিবারিক এবং বাণিজ্যিক ভিসার ক্ষেত্রে ৮০০ দিনার বেতনসহ বেশ কিছু শর্ত মানতে হবে ভিসা প্রত্যাশীদের। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

কুয়েতের পর্যটন খাত এবং অর্থনীতিকে আরও চাঙা করার জন্য নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। এরই অংশ হিসেবে ভিজিট ভিসা চালু করার বিষয়টিকে যুগোপযোগী সিদ্ধান্ত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।