আন্তর্জাতিক ডেস্ক : ভাবুনতো কেউ যদি ইচ্ছা করে বিশ্রামে থাকা কুমিরের পিঠে চড়ে বসে, তার পরিণতি কি হতে পারে?— সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, কুমিরের পিঠে চড়ে বসেছেন এক পৌঢ় ব্যক্তি।
ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখা গেলো, ‘‘পানির কুমির, ডাঙায় এসে রোদে শুয়ে আরাম করছিল। পাশাপাশি দুইটি কুমির, দুই মুখ করে শোয়া ছিল। হঠাৎ লাঠি হাতে এক ব্যক্তি কুমিরের কাছে গেলেন। বুট পায়ে, হাতে ঘড়ি, মাথায় ক্যাপ। দেখতে পুরো ভদ্রলোক। অথচ একটু পরে ওই লোকটিই এক কুমিরের পিঠে বসার জন্য এগিয়ে গেলেন। তারপর কুমিরের পিঠে বসে পড়লেন।
এখানেই থামতে পারতেন। তা না করে কুমিরকে আস্তে আস্তে থাপ্পড় দিতে শুরু করলেন। পাশের কুমিরটি ওই দৃশ্য দেখে হা করে লোকটির দিকে এলেন। লোকটি দ্রুত উঠে দাঁড়ালেন। এতোক্ষণ যে কুমিরের পিঠে বসে ছিলেন, সেই কুমির আস্তে লোকটিকে সামনে ফেলে দিলো। লোকটি দূরে গিয়ে প্রাণ বাঁচাতে পেরে হাঁপাতে লাগলো।
‘সারনুড আনিরখান’ নামের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে। নেটিজেনদের অনেকেই বলছেন, এটি একটি টিমওয়ার্ক। আরেকজন লিখেছেন, আপনি যখন সিলি খেলা খেলবেন, তখন সিলি উপহারই পাবেন। ভিডিওটি প্রায় আট হাজার মানুষ লাইক করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।