ঢাকায় আসছেন মার্কিন দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক

রিচার্ড নেফিউ

জুমবাংলা ডেস্ক : দুর্নীতি দমন ও অর্থপাচার বন্ধের বিষয়ে আলোচনা করতে ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ।

রিচার্ড নেফিউ

রোববার (৬ আগস্ট) রাতে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রিচার্ড নেফিউর ঢাকা সফরটি সৌজন্যমূলক। সফরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও পররাষ্ট্র সচিবের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এসব বৈঠকে দুর্নীতি দমন ও অর্থপাচার বন্ধে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। সফর শেষে আগামী মঙ্গলবার তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা পেতে গণভবনে হাজারো নেতা

বিশ্বের অংশীদার দেশগুলোর সরকার ও এনজিওর সঙ্গে দুর্নীতি দমনে কাজ করছেন রিচার্ড নেফিউ। গত ৫ জুলাই মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমনবিষয়ক সমন্বয়ক হিসেবে নিয়োগ পান তিনি। মার্কিন এই কূটনৈতিক সরাসরি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে জবাবদিহি করেন।