বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : নিত্যদিনের ব্যবহারের কারণে স্মার্টফোনের ডিসপ্লেতে ময়লা জমে। এসব ময়লা সময়মতো পরিষ্কার না করলে স্ক্রিনের টাচ রেসপন্স কমে যায়। এমনকি ডিসপ্লে নষ্টও হয়ে যেতে পারে। কীভাবে স্ক্রিন পরিষ্কার করবেন? জানুন সঠিক নিয়ম।
ধুলা-ময়লা, আঙুলের ছাপ ও ব্যাকটেরিয়া ফোনের স্ক্রিনে প্রতিনিয়ত জমে। সেই নোংরা সময়ে সময়ে পরিষ্কার না করলে, আপনার ডিভাইসের ক্ষতি হতে পারে। জেনে নিন কীভাবে আপনি আপনার মোবাইলের স্ক্রিনের যত্ন নেবেন।
মোবাইলের স্ক্রিন পরিষ্কার করার জন্য অবশ্যই মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন। এতে আপনার ডিভাইসের স্ক্রিন ও ফিঙ্গারপ্রিন্টের জায়গা সুরক্ষিত রাখবে।
মাইক্রোফাইবার কাপড়ের ওপর দুই এক ফোটা বিশুদ্ধ পানি দিয়ে স্কিন পরিষ্কার করতে পারেন আপনি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোসোভাবে পানি ডিভাইসের মধ্যে চলে না যায়।
জীবাণুনাশক হিসেবে আইসোপ্রোপাইল অ্যালকোহল (৭০ শতাংশ) ব্যবহার করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।