জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বিগত ১৬ বছরে অবৈধ ভণ্ডামির নির্বাচনের মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক ও সাংবিধানিক অধিকারটি কেড়ে নেয়ার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় মাদারীপুর শিল্পকলা একাডেমির হল রুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত, নিহতদের পরিবার ও সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
সারজিস আরও বলেন, আওয়ামী লীগকে একটি ধর্ম বানানো হয়েছিল, যেই ধর্মের ধর্মগ্রন্থ ছিল তিনটি। তা হলো অসমাপ্ত-আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচিন। এই তিনটি ছিল এই ধর্মের ধর্মগ্রন্থ, এই ধর্মের একটি পোষাক ছিল মুজিব কোট এবং এই ধর্ম পরিচালিত হতো একাত্তরের চেতনায়। একাত্তরের চেতনা দিয়ে দেশটাকে লুটপাট করেছে, পদ্মা সেতু করতে গিয়ে অর্ধেক টাকা দেশের বাইরে পাচার করেছে।
তিনি আরও বলেন, তারা ১৬ বছরে দেশের ও দেশের মানুষের জন্য রাজনীতি করেনি, তারা রাজনীতি করেছে গোপালগঞ্জের জন্য, দেশের টাকা লুটপাট করার জন্য, বড় বড় ব্যবসায়ী মাফিয়া তৈরি করছে যাদের দিয়ে এ দেশের টাকা বিদেশে পাচার করে কালো টাকার পাহাড় গড়েছে।
সারজিস আরও বলেন, যে সরকার আপনার মূলনীতি থেকে গণতন্ত্র কেড়ে নিয়েছে, সংবিধানে স্পষ্ট লেখা রয়েছে এর জন্য তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে।
তিনি বলেন, আগে ছিল মাদারীপুরের মাটি শাজাহান খানের ঘাঁটি, এখন হবে মাদারীপুরের মাটি ছাত্র জনতার ঘাঁটি। ছাত্র জনতার উদ্দেশ্যে সারজিস আরো বলেন, ব্যক্তিস্বার্থ বাদ দিয়ে বৃহত্তম স্বার্থকে গুরুত্ব দিয়ে সকলকেই একসাথে কাজ করতে হবে।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক হিমুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাবের বিন নূর, মুফাসসির হোসেন, আসরাফা খাতুন আসিফুর রহমান আসিফসহ একাধিক কেন্দ্রীয় সমন্বয়করা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।