স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে পাকিস্তান সফরে গিয়ে ইতিহাস লিখেছে বাংলাদেশ দল। পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করে এসেছেন নাজমুল হাসান শান্তরা। ঐতিহাসিক এ টেস্ট সিরিজ জয়ের পর ক্রিকেটারদের বোনাস দেওয়ার ব্যাপারটি অনুমিতই ছিল।
শনিবার ঐতিহাসিক সিরিজ জয়ের পুরস্কার হিসেবে বোনাস বুঝে পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। রাজধানীয়র একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের বোনাস হিসেবে ৩ কোটি ২০ লাখ টাকা উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোনাসের একটা নির্দিষ্ট অংশ বন্যার্তদের সহায়তায় প্রদান করার কথা জানিয়েছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়া বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।
ক্রিকেটারদের বোনাস দেওয়া বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘চুক্তি অনুযায়ী ক্রিকেটারদের এই বোনাস দেওয়া হয়েছে। আমরা তাদের বোনাস যত তাড়াতাড়ি সম্ভব হস্তান্তর করার চেষ্টা করবো। আমি মনে করি এটি খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করবে।’
বোনাসের একটি অংশ বন্যার্তদের সহযোগিতায় প্রদান করা হবে বলে জানিয়েছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শান্ত বলেছেন, ‘আমরা সবাই জানি দেশের পরিস্থিতি খুব খারাপ। এখনও সবাই খুব স্ট্রাগল করছে। বন্যার যে অবস্থাটা ছিল, এখনও অনেক মানুষ বিপদে আছেন, কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। ওইখান থেকে সবাই দেশের মানুষ অনেক কষ্ট করছেন, তাদের পাশে থাকার চেষ্টা করছেন। আমাদের যে বোনাসটা আজকে আমরা পেলাম, দলের পক্ষ থেকে সবাই রাজি হয়েছে এখান থেকে একটা অংশ তাদেরকে সহায়তা করার জন্য যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করব।’
শান্ত যোগ করেন, ‘আমি আশা করব দেশের আরও অনেক মানুষ আছেন, যাদের সামর্থ্য আছে আপনারা তাদের পাশে থাকবেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।