হরিণটি গর্ভবতী হওয়ার কোন ক্ষতি না করে ছেড়ে দিল কুমির

কুমির

জুমবাংলা ডেস্ক : খেয়াল করে দেখবেন, মানুষ কোনও জঘন্য অপরাধ করলে এমনটা খুব শোনা যায়, যে পশুর মতো আচরণ। তবে পশুরাও মানুষের থেকে অনেক কিছুতে এগিয়ে। মানুষ যদি সত্যিই পশুদের মতোই সুন্দর আচরণ করতে পারত, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হত। খুন করে কেটে ফ্রিজে ঢুকিয়ে রাখার মতো, ছোট ছোট শিশুদের উপর অত্যাচারের ঘটনা প্রতিনিয়ত শুনতে হত না। মানুষ হয়তো বুদ্ধিমত্তার দিক থেকে অনেক এগিয়ে, কিন্তু বোধের দিক থেকে পশুরা মানুষকে হারিয়ে দিতে পারে। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা থেকে মানুষের অনেক কিছু শেখার আছে। যেখানে একটি কুমির খিদের জন্য একটি হরিণের শিকার করেছিল। কিন্তু হরিণটিকে গর্ভবতী অবস্থায় দেখে কুমিরটি যা করল, তা দেখলে আপনার গায়ে কাঁটা দিতে বাধ্য।

কুমির

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কুমির একটি হরিণ শিকার করেছে। কিন্তু হরিণটি গর্ভবতী হওয়ার সে নড়তেও পারছে না। হয়তো হরিণটি তার মৃত্য়ুকে স্বীকার করে নিয়েছে। কিন্তু কুমিরটি সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দেয়। তার এক ফোটাও ক্ষতি না করে সেখান থেকে চলে যায়। আর হরিণটিও সেখান থেকে পালিয়ে যায়। এই ভিডিওটি দেখলে আপনি উপরের সমস্ত কথার সঙ্গে এক মুহূর্তের জন্য় হলেও মিল পাবেন। একবার ভাবুন একটি কুমিরেরও কতটা বোধ আছে যে, গর্ভবতী হরিণটিকে কোনও ভাবেই মারা যাবে না।

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে @ajaychauhan41 নামে একটি আইডি দিয়ে শেয়ার করা হয়েছে এবং ক্যাপশনে লেখা আছে, ‘আশ্চর্যজনক! হরিণটি গর্ভবতী বুঝতে পেরেই কুমিরটি হরিণটিকে ছেড়ে চলে যায়। মনে রাখবেন… বন্য প্রাণীরা কখনই স্বাদের জন্য কাউকে হত্যা করে না, তারা তাদের খিদে মেটানোর জন্য খায়। প্রকৃতির এই নিয়মের একটাই ব্যতিক্রম আর সেটা হল মানুষ।’ মাত্র 34 সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত 1 লাখ 14 হাজারের বেশি বার দেখা হয়েছে। আর 6 হাজারেরও বেশি মানুষ ভিডিওটিতে লাইক করেছেন। অনেকে কমেন্টও করেছেন। কেউ লিখেছেন, ‘মানুষও যদি এটা বুঝত, তাহলে অপরাধ বলে কিছু থাকত না।’