১৫ ঘণ্টা পর বিকল বিমান ফিরল ঢাকায়

Biman

জুমবাংলা ডেস্ক : নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ১৫ ঘণ্টা পর ত্রুটি সারিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ মডেলের ফ্লাইটটি ঢাকায় ফিরে গেছে। মঙ্গলবার (২৮ মে) রাত ১১টার দিকে বিমানটির ত্রুটি মেরামত করতে সক্ষম হয় টেকনিশিয়ানরা।

Biman

এর আগে মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটের দিকে সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ মডেলের একটি ফ্লাইট অবতরণ করে। বিমানটি রানওয়ের দক্ষিণ দিক থেকে উত্তরে যাওয়ার সময় নোস হুইলে (সামনের চাকা) ত্রুটি দেখা দেয়। এতে বিমানটি রানওয়েতে থেমে যায়। পরে যাত্রীরা নামার পর বিমানের টেকনিশিয়ানের প্রচেষ্টায় রানওয়েতে দাঁড়ানো বিমানটি মেরামতের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় রানওয়ে থেকে সরিয়ে পার্কিং ইয়ার্ডে নেওয়া হয়। এতে রানওয়ে বন্ধ থাকার প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর বিমান ওঠানামা স্বাভাবিক হয়।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, রানওয়েতে ত্রুটি সারাতে প্রথমে টেকনিশিয়ান ও পরে সেনাবাহিনীর একটি দল কাজ করে। কিন্তু ত্রুটি সারানো যায়নি। পরে আনসার সদস্যদের ডেকে বিমানটি টেনে রানওয়ে থেকে পার্কিংয়ে রেখে অন্য ফ্লাইটগুলোর ওঠানামা স্বাভাবিক করা হয়। এরপর রাত সাড়ে ১১টার দিকে ত্রুটি মেরামতের পর ফ্লাইটটি বিমানবন্দর ত্যাগ করে।