যেদিন মেয়ের মুখ দেখাবেন আলিয়া

আলিয়া-রণবীর

বিনোদন ডেস্ক : গত বছর মাতৃত্বের স্বাদ পেয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। নাম রেখেছেন রাহা। মা হওয়ার পর থেকে মেয়ের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আলিয়া-রণবীর। কিন্তু দেখাননি মেয়ের মুখ। কবে ছোট্ট রাহার মুখ দেখা যাবে, প্রতীক্ষায় ছিলেন অনুরাগীরা। এবার তা জানালেন আলিয়া।

আলিয়া-রণবীর

সম্প্রতি এক অনুষ্ঠানে এসে আলিয়া জানান, রাহাকে আড়ালে রাখতে একেবারেই চান না তিনি। তবে নতুন অভিভাবক হিসাবে একটু সচেতন, যাতে মেয়ের মুখের ছবি ছড়িয়ে না পড়ে।

আলিয়ার কথায়, দেখুন; আমি তো চাই আমার মেয়ের ছবি বড় করে সবাইকে দেখাতে। ওকে লুকিয়ে রাখতে চাই না। ও আমাদের গর্ব।

কেন তা হলে মেয়ের মুখ দেখাননি? সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন আলিয়া। অভিনেত্রী জানান, রাহা এখন খুবই ছোট। মা ও বাবা হিসেবে তারাও প্রতিদিন নতুন কিছু শিখছেন। সমাজমাধ্যমের এই যুগে সব জায়গায় মেয়ের ছবি ঘুরবে, সেটার সঙ্গে মানিয়ে নিতে খানিক সময় লাগবে তাদের।

হোটেলের রুমে ক্যামেরা লুকানো আছে কিনা কীভাবে বুঝবেন?

প্রসঙ্গত, সোমবার (৬ নভেম্বর) এক বছর পূর্ণ হবে আলিয়া-রণবীরকন্যা রাহার। রণলিয়ার মেয়েকে দেখার জন্য উদ্‌গ্রীব তাদের অনুরাগীরা। রণলিয়াও জানিয়েছেন, শিগগিরই মেয়েকে সামনে আনবেন তারা।