আন্তর্জাতিক ডেস্ক : জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার সন্ধ্যায় সৌদি আরবসহ কমপক্ষে ১৬টি দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। ফলে এসব দেশে ১ মার্চ শনিবার হতে পারে মহিমান্বিত মাস রমজানের প্রথম রোজা। এমনটি জানিয়েছেন, সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া।
ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সময় গ্রিনিচ মানদণ্ড থেকে ৭-৮ ঘণ্টা এগিয়ে। পাকিস্তান ও বাংলাদেশের যথাক্রমে ৫-৬ ঘণ্টা এগিয়ে। ইরান সাড়ে তিন ঘণ্টা এগিয়ে। সৌদিসহ আরব দেশগুলো জর্ডান, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ইরাক, সিরিয়া, লেবানন, মিশর, সুদান, তিউনিসিয়া, লিবিয়া, আলজেরিয়া, মরক্কো, মৌরিতানিয়ার ভৌগোলিক অবস্থানের ওপর নির্ভর করে গ্রিনিচ সময় থেকে ২-৪ ঘণ্টা এগিয়ে থাকে। খবর রয়া নিউজের।
তিনি আরও জানিয়েছেন, এ বছরের রমজান মাসটি হতে পারে ২৯ দিনের। সে হিসেবে রমজানের শেষদিন হতে পারে আগামী ২৯ মার্চ। আর ঈদুল ফিতর পালিত হতে পারে ৩০ মার্চ। তবে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবে সুপ্রিম কোর্ট।
রয়্যাল কোর্টের এই সদস্য বলেছেন, ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের চাঁদটির জন্ম হবে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৩টা ৪৪ মিনিটে। ওইদিন সন্ধ্যায় সুর্যাস্তের পর ৩২ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে দেখা যাবে। যার অর্থ খুব সহজেই চাঁদটি খালি চোখে দেখা যেতে পারে।
আবহাওয়াবিদরা বলেছেন, এ বছরের রমজান মাসটি শুরুর সঙ্গে সঙ্গে শেষ হবে শীত মৌসুমের। রমজানের প্রথম দিনটি হবে বসন্তে। ফলে রোজার দিনগুলো তুলনামূলক শীতল থাকবে। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মিসর ও কাতারের মুসলিমদের প্রায় ১৩ ঘণ্টা করে রোজা রাখতে হবে।
এদিকে, সাধারণত মধ্যপ্রাচ্যসহ আরব দেশগুলোর একদিন পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয়। সে হিসেবে এ বছর বাংলাদেশের মুসল্লিরা ২ মার্চ প্রথম রমজান পালন করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।