চতুর্থ বারের মতো বাড়ল হজ নিবন্ধনের সময়সীমা

হজ নিবন্ধন

জুমবাংলা ডেস্ক : চতুর্থ বারের মতো বাড়ানো হলো চলতি বছরের হজ নিবন্ধনের সময়সীমা। হজের নিবন্ধন করা যাবে আগামী ২১ মার্চ পর্যন্ত।

হজ নিবন্ধন

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় সময়সীমা শেষ হলেও বাংলাদেশ থেকে হজে যাওয়ার কোটা পূরণ না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সরকারিভাবে ৯ হাজার ৫৬৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ২৪৬ জন এ পর্যন্ত হজের নিবন্ধন করেছেন। আর কোটা পূরণ হতে এখনও বাকি ২৬ হাজার ৩৮৩ জন।

বুধবার হাইকোর্টকেও এমন তথ্য জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। কোটা পূরণ না হওয়ায় এ বছর সরকারি ও বেসরকারি পর্যায়ে হজ নিবন্ধনের সময়সীমা আগেও তিন দফা বাড়ানো হয়।

সোনালী ব্যাংকে নতুন সেবা চালু