আন্তর্জাতিক ডেস্ক : ৪ হাজার ৪০০ কোটি ডলার জালিয়াতির মামলায় ভিয়েতনামের ধনকুবের ট্রুং মাই ল্যানকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।গতকাল বৃহস্পতিবার হো চি মিন সিটির ঔপনিবেশিক যুগের একটি আদালত আবাসন ব্যবসায়ী এই নারীকে মৃত্যুদণ্ড দেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভিয়েতনামের ইতিহাসে এটিই সবচেয়ে বিস্ময়কর রায়। একই সঙ্গে বিশ্বে এ যাবতকালের সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতি।
গত ১১ বছর ধরে দেশের সবচেয়ে বড় ব্যাংকগুলো থেকে তিনি অর্থ লুট করেছেন বলে অভিযোগের প্রমাণ পেয়েছে আদালত। একে হোয়াইট কলার ক্রাইম হিসেবে অভিহিত করা হচ্ছে।
‘সোনার চর’ দেখতে উপচে পড়া ভিড়, উচ্ছ্বসিত হয়ে যা বললেন জায়েদ খান
আইনজীবীরা বলছেন, ঋণের ২ হাজার ৭০০ কোটি ডলার পুনরুদ্ধার হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই মামলায় ২ হাজার ৭০০ জনকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছিল। এই মামলায় রাষ্ট্রপক্ষে ১০ জনসহ মোট ২০০ জন আইনজীবী ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।