স্পোর্টস ডেস্ক : আগের মৌসুমের সর্বোচ্চ ৬ ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে ৫ জনকে রিটেনশন করা যাবে। আর একজনকে নেওয়া যাবে ‘রাইট টু ম্যাচ’ নিয়মে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) হয় আইপিএল গভর্নিং কাউন্সিলের সভা। এরপর থেকে শুরু হয় জল্পনা! সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। দলটার হয়ে আসরের অন্যতম সেরা পারফর্মার ছিলেন এই বাঁহাতি পেসার। তবে আসন্ন আসরের আগে মুস্তাফিজকে ছেড়ে দিচ্ছে চেন্নাই, এমনটাই বলা হয়েছে এনডি টিভির খবরে।
গত ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত নিলামের একেবারে শেষদিকে ২৮ বছর বয়সী বাংলাদেশি এই পেসারের নাম তোলা হয়। যেখানে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতেই বিট করে চেন্নাই। তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ওই ভিত্তিমূল্যেই বাংলাদেশি এই পেসারকে পেয়ে যায় ধোনির দল। তবে নতুন নিয়মের পরেও মুস্তাফিজকে ধরে রাখছে না চেন্নাই। খবর নিশ্চিত করেছে এনডি টিভি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।