নতুন করে বিয়ের সিদ্ধান্ত স্বাগতার, পাত্র কে?

জিনাত সানু স্বাগতা

বিনোদন ডেস্ক : ফের বিয়ের সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী-গায়িকা জিনাত সানু স্বাগতা। এ বছরের শেষদিকেই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। দেশের একটি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন স্বাগতা নিজেই।

জিনাত সানু স্বাগতা

কয়েক মাস ধরেই শোবিজ অঙ্গনে স্বাগতার বিয়ের গুঞ্জন। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন গায়িকা নিজেই। জানালেন, বছর শেষে বিয়ে করতে চলেছেন। পাত্র কে? সেটা এখনই জানাতে রাজি নন তিনি। বিয়ে প্রসঙ্গে স্বাগতার ভাষ্য, ‘আমার কাছে মনে হয়েছে, যে মানুষটির সঙ্গে এখন আমি সম্পর্কে আছি, তার সঙ্গে আগামী দিনের পথচলা সহজ হবে। আমাদের বোঝাপড়াও ভালো। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। কাকে বিয়ে করছি, সময় হলেই তা সবাই জানতে পারবেন। সবার কাছে আমাদের জন্য শুভকামনা চাইছি।’

তবে একাধিক সূত্র জানিয়েছে, স্বাগতার হবু বরের নাম হাসান আজাদ। তিনিও গানের মানুষ। এরই মধ্যে প্রকাশিত হয়েছে দুজনের কয়েকটি গান। সর্বশেষ তাঁরা একসঙ্গে প্রকাশ করেছেন ‘সে সামথিং’ নামে একটি নতুন গান।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেছিলেন স্বাগতা। দীর্ঘ ৭ বছরের প্রেমের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তাঁদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের বছরখানেক পর খবরটি প্রকাশ্যে আসে।

১০ টাকায় ভাত-ডাল-মুরগির মাংস

এদিকে, নাটক-চলচ্চিত্রের পাশাপাশি অভিনয়ের নতুন মাধ্যম ওটিটিতেও অভিষেক হয়েছে স্বাগতার। ‘কাইজার’ ওয়েব সিরিজে নেতিবাচক একটি চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। সম্প্রতি শেষ করেছেন ‘দেয়ালের দেশ’ ও ‘অসম্ভব’ নামে নতুন দুটি চলচ্চিত্রের শুটিং। সেগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়।