জুমবাংলা ডেস্ক : যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের একটি জরাজীর্ণ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। বলা হচ্ছে মাত্র ৭ বছরের প্রতিষ্ঠানটির এ পরিণতি হয়েছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এডিটিং সফটওয়্যার ব্যবহার করে তৈরি করা।
বুধবার (৩ এপ্রিল) যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
দেশের তথ্যপ্রযুক্তি খাতের সুষ্ঠু বিকাশ ও এই খাতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০১৭ সালে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক যাত্রা শুরু করে। আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পার্কটি এখন পর্যন্ত অন্তত ২ হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে। এ পার্কে সুপরিচিত অনলাইন গ্রোসারি শপ চালডাল, টেলিকম কোম্পানি গ্রামীনফোন, আইটি কোম্পানি আমরা টেকনোলজিস-এর মতো ৪৫টি তথ্য প্রযুক্তিভিত্তিক কোম্পানি বর্তমানে যশোরস্থ তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। অথচ এ প্রতিষ্ঠানটিকে জরাজীর্ণ হিসেবে চিহ্নিত করতে একটি ভুয়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। যা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
এসময় পার্কের ব্যবস্থাপনা সংস্থা টেকসিটি বাংলাদেশের যশোর শাখার ম্যানেজার সান্তুনু চক্রবর্তী বলেন, আমরাও ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। পরে তথ্য প্রযুক্তিবিদদের মাধ্যমে নিশ্চিত হয়েছি এটা এআই টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়েছে। সরকার ও শেখ হাসিনা সফটওয়্যার পার্কের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ভুয়া ছবি দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, এখানে প্রতিদিন হাজার মানুষ কাজ করতে আসে। আর আজ আপনারাও দেখেছেন ভবনটি কেমন। আমরা এজন্য বিভ্রান্তির উপর সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের কাজ যারা করছেন তাদের তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
এছাড়া যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকেও আজকের তোলা ছবি এবং ফেক ছবি দিয়ে স্ট্যাটাস দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।