জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। মঙ্গলবার দুপুর ৩টায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৭ শতাংশ।
এদিকে সূর্যের প্রখরতার সঙ্গে তীব্র গরম প্রাণ-প্রকৃতিতে নেমে এসেছে স্থবিরতা। কড়া রোদে শ্রমজীবী মানুষ বাইরে বেরোতে পারছেন না।
একদিকে দাবদাহ অন্যদিকে শুরু হয়েছে রাতে বিদ্যুৎ লোডশেডিং, যার কারণে জনজীবন আরো বিপর্যস্ত হয়ে পড়ছে। বেশি সমস্যায় পড়ছে খেটে খাওয়া মানুষ।
কড়া রোদ থেকে বাঁচতে অনেকে গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন।
চুয়াডাঙ্গা শহরের রিকশা চালক হামিদ বলেন, ‘এই রোদ-গরমে মানুষ খুব একটা বাইরে বেরোচ্ছে না। তাই যাত্রী খুবই কম। একে তো গরম তার ওপর তেমন ভাড়া না হওয়ায় খুব কষ্টে আছি।’
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, কয়েক দিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছিল।
চলতি মৌসুমের সকল রেকর্ড ভেঙে আজ তাপমাত্রার পারদ উঠেছে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াসে। গত ১২ এপ্রিল শুক্রবার ছিল ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস, ১৩ এপ্রিল শনিবার ছিল ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস, ১৪ এপ্রিল রবিবার ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস ও ১৫ এপ্রিল সোমবার ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।