মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুন্নু মেডিকেল কলেজ এন্ড হসপিটালের সার্জারি বিভাগের প্রধান এ জেট এম সাখাওয়াত হোসেন (৬৭) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন।
নিহত চিকিৎসক এ জেট এম সাখাওয়াত হোসেনের বাড়ি মাদারীপুর জেলার সদর উপজেলায়। তিনি ৭ জুলাই ২০১৭ সাল থেকে মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সার্জারি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এই চিকিৎসককে মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এভারকেয়ার হসপিটালে পাঠানো হলে দুপুরে দেড়টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের উপ-পরিচালক ডাক্তার এস এম মনিরুজ্জামান।
তিনি জানান, সার্জারি বিভাগের প্রধান এ জেড এম সাখাওয়াত হোসেন সোমবার সকালে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে কর্মস্থলে আসছিল। পথিমধ্যে মানিকগঞ্জের ভাটবাউর এলাকায় সকাল সাড়ে সাতটার দিকে বিপরীত দিক থেকে আসা পোশাক কারখানার একটি বাস ( ঢাকা মেট্রো জ-১১-১১৭১) রং সাইড থেকে এসে তাকে বহনকারী প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ডাক্তার এ জেড এম সাখাওয়াত হোসেন। তাকে উদ্ধার করে তাৎক্ষণিক নিজের কর্মস্থল মুন্নু মেডিকেল কলেজ এন্ড হসপিটালে সংজ্ঞাহীন অবস্থায় আনা হয়। মাথা, কান, নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাৎক্ষণিক তাকে ৬ ব্যাগ রক্ত দেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বেলা সাড়ে ১১টার দিকে এয়ার এম্বুলেন্সে ঢাকা এবার কেয়ার হাসপাতালে পাঠানো হয়। দুপুরের দিকে তিনি মৃত্যুবরণ করেন।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, দুর্ঘটনার পর ঘাতক মিনি বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক মিনি বাসটি একটি গার্মেন্টেসে শ্রমিক নিয়ে যাচ্ছিলেন। তবে দুর্ঘটনায় কোন আহত নেই বলেও তিনি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।