জুমবাংলা ডেস্ক : কয়েকটি ছাগল ছানাকে দুধ খাওয়াচ্ছে একটি কুকুর। ছাগলের ওই বাচ্চাগুলোকে যেন মায়া-মমতার সবটুকু দিয়েই আঁকড়ে ধরে রেখেছে কুকুরটি। ছাগলছানাগুলোও পরম আগ্রহে কুকুরের দুধ পান করছে অনায়াসে।
রোববার (১৪ রবিবার) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনাহাট এলাকার আহমেদ হাবিব রানার বাড়ির উঠানে এমন দৃশ্যই দেখা গেছে।
পরম মাতৃস্নেহে ছাগলছানাকে দুধ পান করাচ্ছে কুকুর- এমন বিরল দৃশ্যে অবাক হচ্ছেন ওই এলাকার মানুষ।
হাবিব রানার বাড়িতে ১৬টি ছাগল রয়েছে। যার মধ্যে পাঁচটি ছাগল বাচ্চা জন্ম দিয়েছে। এতগুলো ছাগল ছানাকে ঠিক মতো দুধ দিতে পারেন না মা ছাগী। এ কারণে ক্ষুধার্তই থাকতো ছাগল ছানাগুলো। গত সপ্তাহে ওই বাড়িতে বাস করা কুকুরটিও বাচ্চা জন্ম দেয়। পোষা প্রাণিগুলোকে খাবার দিলে কুকুরটিও সেখানে এক সঙ্গে খাবার খায়। এভাবে পোষা প্রাণিগুলোর সাথে নিবিড় ভালবাসার সৃষ্টি হয়। এক পর্যায়ে ক্ষুধার্ত ছাগল ছানাগুলো কুকুরটির দুধ পান শুরু করে। পরবর্তীতে সেটি বাচ্চাগুলোর স্বভাবে পরিনত হয়ে গেছে। ছাগল ছানাগুলো ক্ষুধা লাগলেই এখন ছুটে যায় কুকুরটির কাছে, পাল্লা দিয়েই দুধ পান করে।
বাড়ির মালিক আহমেদ হাবিব রানা বলেন, প্রায় দুই বছর ধরে কুকুরটি আমাদের বাড়িতে থাকে। অনেক ছাগলছানা হওয়ায় মা ছাগল বাইরে খাদ্যের সন্ধানে গেলে বাচ্চাগুলোকে কুকুরটির দুধ পান করায়। প্রাণিসম্পদ দপ্তরে কথা বলে জেনেছি এত কোন সমস্যা নেই। সে কারণে আমরাও এতে বাধার সৃষ্টি করিনি।
কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহির তাহু বলেন, কুকুর ও ছাগল ছানার মধুর সম্পর্কের বিষয়টি বিরল ঘটনা। এটি থেকে আমাদের অনেক কিছুই শেখার রয়েছে।
কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশাররফ হোসেন বলেন, কুকুরটি ছাগল ছানাগুলোকে যেভাবে মাতৃস্নেহ দিয়ে দুধ খাওয়াচ্ছে তা সত্যিই অবাক করার বিষয়। মাতৃদুগ্ধ সব বাচ্চার জন্য উপকারী। এখানে নেতিবাচক কোনো দিক নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।