জুমবাংলা ডেস্ক : এতদিন কেন্দ্রীয় ব্যাংক থেকে ১১৭ টাকায় ডলার কিনে অন্যান্য ব্যাংক ১১৮ টাকায় বিক্রি করলেও বিক্রয়মূল্যের এ ব্যবধান বাড়ানো হচ্ছে। বিশেষ করে খোলাবাজারের সঙ্গে ব্যাংকে ডলারের দামের বৈষম্য ঠেকাতে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এরইমধ্যে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয়েছে।
আলোচনায় ডলারের দাম ক্রয়মূল্যের থেকে বিক্রয়মূল্য ১ শতাংশের বদলে ২ দশমিক ৫ শতাংশ করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
ডলারের দাম নির্ধারণের ক্ষেত্রে ক্রলিং পেগ পদ্ধতি বহাল থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ব্যাংকের আরেক কর্মকর্তা বলেন, আপাতত এ পদ্ধতিতেই ডলারের দাম নির্ধারণ করা হবে। পরে অবস্থা স্বাভাবিক হলে বাজারভিত্তিক দামের ওপর জোর দেয়া হতে পারে।
চলতি মাসের প্রথম সপ্তাহে খোলাবাজারে ডলারের দাম বেড়ে হয় ১২৫ টাকা। ব্যাংকগুলোতে পর্যাপ্ত ডলার না থাকায় বেশিরভাগ ক্রেতাকে দ্বারস্থ হতে হয় খোলাবাজারে। যাতে করে খোলাবাজারের ডলারের দামের সঙ্গে ব্যাংকের দামের বড় পার্থক্য ঘুচে যায়, তাই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।