ফরহাদ আলম সুমন : চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তিগত অগ্রগতিতে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে আছে। তবে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা যে হচ্ছে না, সেটা কিন্তু নয়। নানা প্রতিকূলতা সত্ত্বেও দেশের কিছু মেধাবী মানুষ প্রযুক্তির পরিবর্তনে নিরলস কাজ করে যাচ্ছে দিনের পর দিন। তাদের নিরলস প্রচেষ্টা প্রযুক্তি খাতে বাংলাদেশকে সমৃদ্ধ করার পাশাপাশি বিদেশনির্ভরতা কমানোর জন্য শত বাধা অতিক্রম করে চলতে হচ্ছে।
এমনই একজন অদম্য স্বপ্নবান তার টিম নিয়ে তৈরি করেছেন বিশ্বের প্রথম বাংলা ভাষায় চালিত ড্রোন। স্বপ্নবান এই মানুষটির নাম এসএম ইস্তিয়াক ইবনে সালাম। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক। তার টিমে একই বিশ্ববিদ্যালয়ের আরও ৯ জন বিভিন্ন বর্ষের মেধাবী শিক্ষার্থী রয়েছেন। এই টিমের নাম দিয়েছেন RPAS Taskforce।
বাংলা ভাষায় চালিত ড্রোনটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরিচালিত। এই কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ড্রোন পাইলটের নাম ‘আচার্য’। RPAS Taskforce টিমের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন পাইলট সিস্টেমটি যেকোনো ধরনের ড্রোনে ব্যবহার উপযোগী।
সম্প্রতি লালমনিরহাট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে স্বপ্নবান ওই টিমের মুখোমুখি হয়েছিল এই প্রতিবেদক। টিমের সদস্যরা ড্রোনটি সফলভাবে আবিষ্কারে উচ্ছ্বাস প্রকাশ করে আগামীতেও প্রযুক্তির উৎকর্ষে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
টিম লিডার এসএম ইস্তিয়াক ইবনে সালাম বলেন, ‘ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিংয়ের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে এই ড্রোনটি। কণ্ঠস্বর শুনেই ড্রোনটি পরিচালিত হচ্ছে।’ তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা দেওয়ার পর প্রশিক্ষণ দিয়ে ড্রোনটি আগে উপযোগী করে তোলা হয়েছে। এখন আমরা এটিকে যেভাবে আদেশ দিচ্ছি, সেভাবেই পরিচালিত হচ্ছে।’
এসএম ইস্তিয়াক ইবনে সালাম আরও বলেন, প্রযুক্তির ব্যবহার সহজ করা এবং সবার কাছে প্রযুক্তিকে পৌঁছে দেওয়াই এই ড্রোনটি তৈরির উদ্দেশ্য। আর এই ড্রোনটি পরিচালনার জন্য বিদেশি কোনো ভাষা কিংবা ইংরেজি জানার দরকার নেই। বাংলা ভাষার যেকোনো লোক এটিকে পরিচালনা করতে পারবে। এটি পরিচালনা করতে আরসি ট্রান্সমিটার কিংবা রিমোট কন্ট্রোল ব্যবহারেরও প্রয়োজন পড়ে না। সে কারণে একজন অদক্ষ যেকোনো মানুষ এটিকে ওড়াতে পারবে। সাধারণ মানুষের কাছে ড্রোনের ব্যবহার সহজ করে তোলাই এটি নির্মাণের উদ্দেশ্য বলে জানান তিনি।
এই টিমের অন্য সদস্যদের মধ্যে আছেন ঝলক ব্যানার্জি, হিমেল ইসহাক, তাসদিদ তাহসিন, সাইদুল ইসলাম রনি, বোরহান উদ্দিন, শাহাদাত হোসেন সৈকত, মারুফ রায়হান, খালিদ সাইফুল্লাহ ও হরিজিত পাল।
টিমের সদস্য হিমেল ইসহাক বলেন, বিশ্বে বাংলা ভাষায় চালিত প্রথম ড্রোন আবিষ্কার টিমের সদস্য হওয়ার কী যে আনন্দ সেটি আসলে প্রকাশ করার মতো নয়। আরেক সদস্য তাসদিদ তাহ্সিন বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে শুধু একটি বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ না থেকে নতুন কিছু করার চ্যালেঞ্জ নিয়েছিলাম আমরা। সেখানে আমরা সফল হয়েছি। এটি আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি গর্বেরও।’ সূত্র : দেশ রূপান্তর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।