সবচেয়ে সহজ মানুষ চঞ্চলদা : মনামী

চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক : কালজয়ী চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবন ও কর্ম নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘পদাতিক’। এর মাধ্যমে প্রথমবার সৃজিত মুখার্জির নির্মাণে অভিনয় করলেন ঢাকার চঞ্চল চৌধুরী। আবার তার সঙ্গে প্রথমবার জুটি বাঁধলেন কলকাতার অভিনেত্রী মনামী ঘোষ।

চঞ্চল চৌধুরী

চরিত্রের প্রয়োজনে চঞ্চল ও মনামী দুজনকেই নানা প্রস্তুতি ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তবু সব সামলে ঠিকঠাক সেরেছেন কাজ। এখন ফুরফুরে মেজাজে মুক্তির অপেক্ষা।

‘পদাতিক’-এ মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল। তার সঙ্গে প্রথমবার কাজ করে কলকাতার গণমাধ্যম আনন্দবাজারকে মনামী বললেন, ‘চঞ্চলদা হলেন খুব সহজ মনের মাটির মানুষ। আমি যতজন অভিনেতার সঙ্গে এত দিন কাজ করেছি, তাদের মধ্যে সবচেয়ে সহজ মানুষ হলেন চঞ্চলদা।’

ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় আছেন মনামী। মজার ব্যাপার হলো, মনামীর মতে, তার সঙ্গে গীতা সেনের কোনও মিল নেই। বরং মৃণাল সেনের সঙ্গেই নাকি নিজের সামঞ্জস্য খুঁজে পান তিনি। তার ভাষ্য, ‘গীতা সেনের সঙ্গে আমি নিজের কোনও মিল পাইনি। আমি বরং মৃণাল সেনের সঙ্গে নিজের মিল খুঁজে পেয়েছি।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালন স্থগিত

কারণ আমি এখন যে জায়গায় আছি, সেখানে থাকতে গেলে পরিবারকে পাশে দরকার হয়। আমার পরিবারের মানুষ আমায় সাহায্য করে এই জায়গায় থাকতে। আমি সেই অর্থে সব সময়ে পরিবারের পাশে থাকতে পারি না। আমার শিরদাঁড়া আমার পরিবার। আমার পরিবার, মা-বাবা হলেন গীতা সেনের মতো।’

উল্লেখ্য, ‘পদাতিক’-এ আরও আছেন জীতু কমল, কোরাক সামন্ত প্রমুখ। ফ্রেন্ডস কমিউনিকেশনস প্রযোজিত ছবিটি শিগগিরই মুক্তি পাবে।