জুমবাংলা ডেস্ক : একসঙ্গে অনেক টাকা কুড়িয়ে পেলে অনেকেই লোভ সামলাতে পারেন না। তবে এক্ষেত্রে অনন্য নজির দেখালেন ইজিবাইক চালক ইসমাইল আলী (৫৮)। পেলেন সততার পুরস্কার। যশোরের রাস্তায় কুড়িয়ে পাওয়া ৪ লাখ ৪৫ হাজার টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় যশোর কোতোয়ালি থানা পুলিশের ওসি আব্দুর রাজ্জাক ও সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফের মধ্যস্থতায় টাকার প্রকৃত মালিক ব্যবসায়ী শহিদুল ইসলামকে কুড়িয়ে পাওয়া টাকা বুঝিয়ে দেওয়া হয়।
কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, যশোর মনিহার চত্বরে ফল ব্যবসায়ী শহিদুল ইসলাম তার বকচরস্থ বাড়ি থেকে প্লাস্টিকের ব্যাগে করে ৪ লাখ ৪৫ টাকা নিয়ে বের হন। মনিহার এলাকায় রাস্তায় টাকার ব্যাগটি পড়ে যায়। ব্যাগটি কুড়িয়ে পান ইজিবাইকচালক যশোর শহরতলীর রামনগর এলাকার শেখ ইসমাইল আলী।
ওসি জানান, টাকার ব্যাগ হারিয়ে ব্যবসায়ী শহিদুল ইসলাম কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দেন। একই সঙ্গে শহরের বিভিন্ন জায়গায় মাইকিং করেন।
রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ বলেন, ইজিবাইকচালক ইসমাইল আলী টাকাসহ ব্যাগ নিয়ে আমার কাছে আসেন। ইউনিয়ন পরিষদে বসে টাকার ব্যাগ খুলে গুনে দেখা যায় সেখানে চার লাখ ৪৫ হাজার টাকা আছে। আমি ঘটনাটি কোতোয়ালি থানা পুলিশের ওসিকে জানাই। পরে ওসি সাহেব ইজিবাইকচালক ইসমাইল আলী ও টাকার মালিক ফল ব্যবসায়ী শহিদুল ইসলামকে থানায় আসতে বলেন। আমাদের উপস্থিতিতে রাস্তায় পাওয়া টাকাগুলো শহিদুল ইসলামকে ফেরত দেন।
হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়ে খুশি ব্যবসায়ী শহিদুল ইসলাম। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, সমাজের সত্যি সত্যি এখনো সৎ এবং মানবিক মানুষ আছেন। তিনি ইজিবাইকচালককে ২০ হাজার টাকা পুরস্কার হিসেবে দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।