আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার জেরে সৃষ্ট চলমান পরিস্থিতির প্রভাব পড়েছে প্রতিবেশী ভারতের কলকাতায়। সেখানকার একটি বড় অংশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের ওপর। বিশেষ করে, বাংলাদেশি পর্যটক অধ্যুষিত এলাকাগুলোতে নেমে এসেছে চরম এক অনিশ্চয়তা।
কলকাতার ব্যবসায়ীরা বলছেন, খাওয়ার হোটেল, থাকার জায়গা ফাঁকা। মার্কুইজ স্ট্রিট দেখলেই বোঝা যাবে পরিস্থিতি কি যাচ্ছে।
বাংলাদেশের চলমান পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশা করছেন তারা।
অন্যদিকে কলকাতায় আটকে পড়েছেন অনেক বাংলাদেশি পর্যটক। তারাও জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া।
মধ্য কলকাতার নিউমার্কেট, সদরস্ট্রিট, ফ্রি-স্কুল স্ট্রিট, রফি আহমেদ কির্দয় স্ট্রিট, মার্কুইজ স্ট্রিটসহ বেশ কয়েকটি এলাকায় প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি পর্যটক আসেন। বেড়ানো, চিকিৎসা এবং কেনাকাটার জন্য আসা বাংলাদেশি পর্যটকদের কারণেই গোটা এই এলাকার অর্থনীতি চাঙ্গা থাকে।
বিশেষ করে নিউমার্কেটের বিস্তীর্ণ এলাকার পুরোপুরি অর্থনীতি নির্ভর করে বাংলাদেশি পর্যটকের উপর। কিন্তু বাংলাদেশের চলমান সংকটের কারণে দেশটির পর্যটক আসা কমে যাওয়ায় তার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।