স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি কী তার সেরা সময় পার করে ফেলেছেন? অনেকের মতে ব্যাপারটা এমনই। আবার অনেকেই বলছেন, সামনের বিশ্বকাপও খেলবেন মেসি। তবে মেসি খেলবেন কি খেলবেন না, তা নির্ভর করে তার নিজের ওপর। ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে এসে যেন ষোলোকলা পূর্ণ হয়েছে মেসির। গেল তিন বছরে চারটি আন্তর্জাতিক শিরোপা জিতেছেন এই মহাতারকা। তবে বিশ্বকাপ বাছাইয়ের সামনের দুটি ম্যাচের জন্য মেসিকে ছাড়াই দল ঘোষণা করেছেন লিওনেল স্ক্যালোনি।
সেই শুরু করেছেন ২০০৬ সালে, তারপর থেকে ফুটবল সমর্থকেরা ঐ এক মেসিতেই বুদ হয়ে আছেন। ঐ এক বাঁ পায়ের জাদুতে পুরো বিশ্বকে তিনি মোহিত করেছেন। আর্জেন্টিনা দলের যেন প্রাণভ্রোমরা তিনি। তাইতো তাকে ছাড়া যেন ফুটবলটাই শূন্য মনে হয়।
আগামী ৫ সেপ্টেম্বর বুয়েন্স আইরেসে চিলির বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের সপ্তম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার ৪ দিন পর কলম্বিয়ার মাঠে আতিথ্য নেবে আলবিসেলেস্তেরা। ম্যাচ দুটি সামনে রেখে এরই মধ্যে দলও ঘোষণা করে ফেলেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। তবে দুই ম্যাচের দলে রাখা হয়নি মেসিকে।
আর্জেন্টাইন এই মহাতারকার দলে না থাকার কারণ অবশ্য কারও অজানা থাকার কথা নয়। কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়ে মাঠ ছাড়েন মেসি। তারপর থেকে এখনও ভুগছেন সেই চোটে। কবে নাগাদ মাঠে ফিরবেন সেই বিষয়েও নিশ্চিত নয়। ফলে সামনের ম্যাচে তার দলে না থাকাটায় স্বাভাবিক।
২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পর থেকেই চোটের কবলে পড়তে শুরু করেন মেসি। অন্যদিকে বয়সটাও যে বেড়েছে। যার জন্য হয়তো মাঝে মাঝেই বেশ ক্লান্ত দেখায় তাকে। এরপর চলতি বছর কোপা আমেরিকার ফাইনালে চোট নিয়ে মাঠ ছাড়েন এলএমটেন। বেঞ্চে বসে তখন অঝরে কাঁদতে থাকেন তিনি।
ভক্ত-সমর্থক থেকে শুরু করে মেসির জাতীয় দলের সতীর্থরাও চান তিনি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দলে থাকুক। কিন্তু আগামী বিশ্বকাপ পর্যন্ত তিনি ফিট থাকবেন কি না সেটিও বিবেচনার বিষয়। তবে মেসি যেন নতুন করে কোনও চোটে না পড়েন সেদিকেও খেয়াল রাখছেন দলের কোচ এবং সতীর্থরা।
মেসি না থাকায় অধিনায়কের আর্মব্যান্ড উঠবে কার হাতে, তা নিয়েও চলছে আলোচনা। এতোদিন মেসি না থাকলে অধিনায়কের আর্মব্যান্ড থাকতো আনহেল ডি মারিয়ার হাতে। আর ডি মারিয়া মাঠ ছাড়ার সময় আর্মব্যান্ড পরিয়ে দিতেন ডি পলের হাতে। কিন্তু কোপা আমেরিকার ফাইনাল দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ডি মারিয়া।
এদিকে মেসির অবর্তমানে অধিনায়ক হওয়ার দৌড়ে ডি পল একা নন, তার সঙ্গে শোনা যাচ্ছে গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের কথাও। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি অবশ্য মার্টিনেজকেই এগিয়ে রাখছে। এছাড়া অন্যদের মধ্যে আছেন নিকোলাস ওতামেন্ডি, তাগলিয়াফিকো ও হেরমান পেৎসেলা। এখন দেখার অপেক্ষা, কার হাতে উঠে অধিনায়কের আর্মব্যান্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।