অন্যরকম খবর ডেস্ক : একটু আরামের জন্য পারলারে শরীর ম্যাসাজ করতে মানুষ কত টাকাপয়সাই না খরচ করে। একবার ভাবুন তো, ফ্রিতে যদি শরীর ম্যাসাজ করা যায় আর সেটা কোনো যন্ত্র বা মানুষ করবে না; করবে এক হাতি! অবাক হচ্ছেন, তাই না? ভাবছেন, এমনটা আবার হয় নাকি।
আপনাকে অবাক করে দেওয়ার মতো এমন ঘটনা ঘটেছে। অন্তর্জালে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক নারীর শরীর ম্যাসাজ করে দিচ্ছে এক হাতি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডটকম এমন খবর প্রকাশ করেছে।
Massage by elephant. 😂😂🤗🤣 pic.twitter.com/QZiIXIulkx
— F.K (@satami2020soren) January 16, 2021
ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারী বেশ আরামে ছোট্ট মাচার ওপর শুয়ে আছেন আর হাতিটি সামনে দাঁড়িয়ে তাঁর পেছন দিকটা শুঁড় দিয়ে ম্যাসাজ করে দিচ্ছেন। এ সময় তাঁকে হাস্যোজ্জ্বল দেখা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি আমির নামের এক টুইটার ব্যবহারকারী ১৬ জানুয়ারি আপলোড করেছেন। যদিও ভিডিওটি কোথাকার, সে তথ্য জানা সম্ভব হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।