বিনোদন ডেস্ক : ৯৫তম একাডেমি পুরস্কারে ‘বেস্ট ডকুমেন্টরি শর্টস’ (স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র) জিতল তামিল ছবি দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। কার্তিকি গনসালভেস পরিচালিত এবং গুনীত মঙ্গা প্রযোজিত এ ছবির হাত ধরে ভারতে অস্কার গেলো।
এ ক্যাটাগরির অন্য চার মনোনীত ছিল আউট, দ্য মার্থা মিচেল ইফেক্ট, স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট এবং হাউ ড ইউ মেজার অ্যা ইয়ার। ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ হলো এ বিভাগে অস্কার জেতা প্রথম ভারতীয় ছবি।
এর আগে, ১৯৬৯ এবং ১৯৭৯ সালে সেরা ডকুমেন্টরি শর্টের জন্য মনোনয়ন পেয়েছিল ‘দ্য হাউজ দ্যাট আনন্দ বিল্ট’ এবং ‘অ্যান এনকাউন্টার উইথ ফেসেস’।
মুদুমালাই ন্যাশনাল পার্কেকে কেন্দ্র করে তৈরি দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স একটি আদিবাসী দম্পতি বোম্যান এবং বেলির গল্প যারা রঘু নামে একটি অনাথ হাতির বাচ্চার দেখভাল করে। ডকুমেন্টরিটি কেবল তাদের মধ্যে গড়ে ওঠা টানই দেখায় না, সঙ্গে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যকেও ভীষণভাবে ফুটিয়ে তোলে। দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স ২০২২ সালের ডিসেম্বর মাসে নেটফ্লিক্সে মুক্তি পায়।
গুনীত মাঙ্গা টুইট করেছেন, ভারতীয় প্রোডাকশন হিসেবে আমরা প্রথম অস্কার জিতেছি। দু’মহিলা এ কাজ করলেন। আমি এখনো কাঁপছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।