সাইফুল ইসলাম : অনিয়ম-দুর্নীতির দায়ে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রকৌশলী মাজহারুল হক আকন্দকে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে ঠিকাদারদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি ২০২২ সালের ১১ ডিসেম্বর হরিরামপুরে উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই শুরু হয় তার অনিয়ম-দুর্নীতি।
জেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ তাকে বদলি করে মানিকগঞ্জ নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এর আগে, গত ৪ মার্চ প্রকৌশলী মাজহারুল হক আকন্দ ও ঠিকাদার মানিকুজ্জামান মানিকের যোগসাজশে একটি রাস্তা সংস্কারে অনিয়ম নিয়ে জুমবাংলায় ‘ঝিটকা-রামকৃষ্ণপুর সড়ক: হরিরামপুরে মানহীন খোয়ায় চলছে সংস্কার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।সংবাদ প্রকাশের পর হরিরামপুরের এক ব্যক্তির মাধ্যমে এই প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন প্রকৌশলী মাজহারুল হক আকন্দ। পরদিন ‘ঠিকাদারের পক্ষে হরিরামপুর উপজেলা প্রকৌশলীর তদবির!’ শিরোনামের আরেকটি সংবাদ প্রকাশিত হয়। এরপর প্রকৌশলী মাজহারুল হক আকন্দের অনিয়ম-দুর্নীতির বিষয়টি আমলে নিয়ে তাকে বদলি করা হয়।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, বদলির আদেশ হওয়ার পর ১১ দিন পেরিয়ে গেলেও নতুন পদায়নকৃত প্রকৌশলী মো. আরিফুল ইসলামকে দায়িত্ব বুঝিয়ে দিতে তালবাহানা করছেন মাজহারুল হক আকন্দ। বিষয়টি নিয়ে হরিরামপুর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সরকারি নাম্বারে একাধিকবার কল করা হলেও কল রিসিভ করেননি মাজহারুল হক আকন্দ। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে মানিকগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম বলেন, প্রকৌশলী মাজহারুল হক আকন্দকে স্ট্যান্ড রিলিজ করা হয়নি। এটা স্বাভাবিক বদলি। তবে শুনেছি নতুন পদায়নকৃত প্রকৌশলীকে সে দায়িত্ব বুঝিয়ে দিতে দেরি করছে। এটা আমাদের প্রশাসনিক শাখায় অবগত করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।