ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল সারাদেশ

ISKON

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেফতার হন গত সোমবার (২৫ নভেম্বর)। এর পরের দিন চট্টগ্রামের আদালতপাড়ায় তার অনুসারীদের হাতে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। চিন্ময় একসময় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা ছিলেন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন সময়ে নানা প্রচার-প্রচারণা চালিয়েছেন বলে আছে অভিযোগ। এমনকি শিশুনির্যাতনসহ চারিত্রিক স্খলনজনিত অভিযোগও বেরিয়ে আসে তার বিরুদ্ধে। এমন এক ব্যক্তিকে আইনি প্রক্রিয়ায় নিতে বাধা ও বিভিন্ন উসকানিমূলক মন্তব্য ছড়ানোর প্রতিবাদে আজ শুক্রবার (২৯ নভেম্বর) সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সেখান থেকে উঠেছে ইসকন নিষিদ্ধের দাবি। একইসঙ্গে আইনজীবী হত্যার প্রতিবাদের পাশাপাশি খুনিদের দ্রুত বিচারের দাবি উঠেছে।

ISKON

প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত থাকছে প্রতিবেদন-

রাজধানী: জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামী সংগঠন ও সাধারণ মুসল্লিদের ব্যানারে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জ : আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) নিষিদ্ধ করার দাবিতে ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে আন্দোলন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ইমাম পরিষদ ও বিপ্লবী মঞ্চ।

শুক্রবার বাদ জুমআ মানিকগঞ্জের কোর্ট মসজিদ ও খালপার শহীদ রফিক চত্ত্বর থেকে পৃথক দুটি বিক্ষোভ মিছিল বের হয় ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাড. সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডকে সন্ত্রাসবাদী ও জঙ্গি কার্যক্রম হিসেবে বিবেচনা করতে হবে। পাশাপাশি এ ঘটনায় জড়িত বিদেশি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে।

বিক্ষোভ ও সমাবেশ শেষে বিষেশ মোনাজাত করেন উপস্থিত ইমাম ও মুসল্লিরা।

গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ীতে জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ-মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে এ বিক্ষোভ-মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগর কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ফ্লাইওভারের নিচে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ী থানা ওলামা পরিষদ ও তাওহীদী জনতার উদ্যোগে ইসকন সংগঠন নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে একটি বিক্ষোভ-মিছিল ও আলচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানার উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মুফতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি ফরিদ উদ্দিন রহমানী, সংগঠনের নেতাকর্মী, তৌহিদী জনতা, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসী।

টাঙ্গাইল: উগ্রবাদী সংগঠন ইসকন কর্তৃক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদ ও টাঙ্গাইল জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের যৌথ উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবে সামনে এসে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহমান ও টাঙ্গাইল জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা লক্ষ্মীপুর মার্কাজ মসজিদ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা শাখার ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর স্টেশনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা কলিম উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নোমান সিরাজী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জহির উদ্দিনসহ অনেকে।

নাটোর: আইনজীবী আলিফ হত্যার সুষ্ঠ বিচার ও ইসকন নিষিদ্ধ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়িতে হামলার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। দুপুরে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা এক সমাবেশ করে।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ মীম, শিশির মাহামুদ, হাসিবুর রহমান, আব্দুলাহ আল রোমানসহ সাধরণ শিক্ষার্থী ও মুসল্লিরা।

রাজশাহী: রাজশাহীতেও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ওলামা ও তাওহিদি জনতা। জুমার নামাজ শেষে নগরীর জিরো পয়েন্টে জমায়েত হয় তারা। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে তাওহিদি জনতা। মিছিলটি নগরীর জিরো পয়েন্ট হয়ে মনি চত্বর প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে শেষ হয়।

ঝালকাঠি: আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন মসজিদের মুসল্লিররা খণ্ড খণ্ড মিছিলে নিয়ে শহরের ফায়ার সার্ভিস মোড়ে এসে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

রাজবাড়ী: আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদ এবং ইসকন নিষিদ্ধের দাবিতে রাজবাড়ীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা ইমাম কমিটির ব্যানারে শহরের আজাদী ময়দান থেকে একটি মিছিল বের হয়ে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে শেষ হয়। এর আগে আজাদী ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফেনী: ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা। আজ জুমার নামাজের পর ফেনীর কেন্দ্রীয় বড় জামে মসজিদ, জহিরিয়া মসজিদ ও কোর্ট মসজদিসহ শহরের মসজিদগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।

নরসিংদী: নরসিংদীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নরসিংদী শহর থেকে ২৪ ঘণ্টার মধ্যে ইসকনের আস্তানা বন্ধ করতে প্রশাসনকে আলটিমটাম দেন বক্তারা।

জুমার নামাজের পর নরসিংদী পৌরসভা মোড়ে বিভিন্ন মসজিদের মুসল্লি ও খতিবসহ বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতারা জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে রেলস্টেশনের সামনে গিয়ে প্রতিবাদ সভা করেন। এসময় শহরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের টহল জোরদার ছিল।

বান্দরবান: বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মুসল্লিরা। আজ জুমার নামাজের পর কেন্দ্রীয় জামে মসজিদ, বাজার জামে মসজিদ’সহ পৌরসভা এলাকার বিভিন্ন মসজিদের মুসল্লিরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয় প্রেসক্লাবের সামনে। সেখানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী, জজকোর্ট মসজিদের খতিব মাওলানা মুজিবুল হক, বাজারজামে মসজিদের খতিব এহসানুল হক, বনরুপা জামে মসজিদের খতিব মাওলানা আওয়াল প্রমুখ। সমাবেশ সম্মিলিত ভাবে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব চত্বরে মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ শেষ হয়।

ঠাকুরগাঁও: ইসকনের বর্বরোচিত হামলায় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জমঈয়ত সোব্বানে আহলে হাদিস বাংলাদেশ।

শুক্রবার দুপুরে শহরের চৌরাস্তা সংলগ্ন আমতলী বাটা শো-রুমের সামনে জমঈয়ত সোব্বানে আহলে হাদিস বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা ইসকনকে ‘ভারতীয় আধিপত্যের দোসর ও উগ্র হিন্দুত্ববাদী সংগঠন’ হিসেবে উল্লেখ করেন। এছাড়া ইসকনদের বিভিন্ন উগ্রবাদী কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। সবশেষ বাংলাদেশে ইসকনের কার্যক্রম বন্ধের দাবি জানান।