বিনোদন ডেস্ক : একের পর এক ব্যর্থ ছবি, ব্যক্তি জীবনের বিতর্ক- বিগত কয়েক বছরে বহু ঝড়-ঝাপটা দেখেছেন শাহরুখ খান। সচেতন ভাবেই তিনি সময় নিয়েছেন। নিজেকে ভেঙে ফের গড়ে তুলেছেন নতুন করে। তারই সফল দলিল হয়ে থাকল ‘পাঠান’।
যে কোনও বাণিজ্যিক ছবির ক্ষেত্রেই তার সাফল্য নির্ধারিত হয় বক্স অফিসের সাফল্যের নিক্তিতে। তবে ‘পাঠান’-এর ক্ষেত্রে বোধ হয় সেটা প্রযোজ্য নয়। চার বছর পর পর্দায় শাহরুখের প্রত্যাবর্তন। স্বাভাবিক ভাবেই অনুরাগীদের উত্তেজনার পারদ তুঙ্গে। আর সেই উত্তেজনার ছবিই ধরা পড়ছে দেশের নানা প্রান্তে।
বুধবার সকালে এক প্রেক্ষাগৃহে ভিড় জমালেন শাহরুখের অনুরাগীরা। বাদশাকে পর্দায় চাক্ষুষ করতে উদগ্রীব সকলেই। প্রেক্ষাগৃহের গেট খুলে ঢুকে পড়তে প্রাণপণ চেষ্টা তাঁদের। গেটের সামনেই ছিলেন পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা। উচ্ছ্বসিত জনতার স্রোত আটকাতে পারলেন না তাঁরাও। বাধানিষেধ অগ্রাহ্য করেই গেট খুলে প্রেক্ষাগৃহে শাহরুখ অনুরাগীরা। ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়ে যান অনেকেই। তবুও কারও উচ্ছ্বাসে এতটুকু ভাটা পড়েনি।
ইতিমধ্যেই একাধিক রেকর্ড গড়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলারটি। বিশ্বজুড়ে সর্বোচ্চ সংখ্যক স্ক্রিনে মুক্তি পেল ছবিটি। বুধবার চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ ট্যুইট করে এমনটাই জানিয়েছেন। তাঁর ট্যুইট অনুযায়ী, দেশের সাড়ে পাঁচ হাজার এবং বিদেশে প্রায় আড়াই হাজার স্ক্রিনে দেখা যাবে ‘পাঠান’।
সৌন্দর্যের হেমা মালিনিকেও হার মানাবে আশীষ বিদ্যার্থীর স্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।