মানিকগঞ্জে স্বর্ণালংকার-টাকা নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও!

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : প্রায় দুই বছর আগে মহা ধুমধামে বিয়ে দিয়েছেন একমাত্র মেয়েকে। সপ্তম শ্রেণীতে পড়াশুনা করে ছেলে। পরিবারের চাহিদা মেটাতে সৌদি আরবে শ্রমিকের ভিসায় কাজ করছেন স্বামী। সেই স্বামী, ছেলে এবং মেয়েকে ছেড়ে প্রেমিকের হাত ধরে লাপাত্তা এক প্রবাসীর স্ত্রী। ছেলে-মেয়েকে সঙ্গে না নিলেও জমানো সব টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছেন তিনি।

মঙ্গলবার এ ঘটনায় বিচার চেয়ে আদালতে মামলা করেছেন প্রবাসী ইসমাইল হোসেনের বাবা বৃদ্ধ রফিকুল ইসলাম। এর আগে ২ই নভেম্বর মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের আলী নগর এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে।

মামলার আরজি ও বাদী সূত্রে জানা যায়, ২০০৭ সালে ছেলে ইসমাইলকে পারিবারিক আয়োজনে জেলার সিংগাইর উপজেলার বলধারা গ্রামে বিবাহ করান। এরপর চলে সুখের সংসার। সেই ছেলের ঘরের এক নাতনীকে বিয়ে দিয়েছেন দুই বছর আগে। আর নাতী পড়াশুনা করে ক্লাস সেভেনে। সেই সংসার ফেলে জমানো সব টাকা ও স্বর্ণ নিয়ে উধাও ছেলের বউ।

পারিবারিক সম্মানের বিষয়টি চিন্তা করে প্রথমে বিষয়টি গোপন করে সমাধানের চেষ্টা করে উভয় পরিবার। তবে এরপরও প্রায় মাস খানেক সময় পেড়িয়ে গেলেও হয়নি কোন সমাধান। যে কারণে পরে বাধ্য হয়ে আদালতের সরনাপন্ন হয়েছেন বৃদ্ধ রফিকুল ইসলাম।

প্রবাসীর কন্যা বলেন, আমাদের প্রতিবেশী মো, মজনু বেপারীর ছেলে মো. আলামিনের সঙ্গে আমার মা চলে গেছে। বিষয়টি খুবই লজ্জার। যাওয়ার সময় ঘরে থাকা সব স্বর্ণালংকার ও টাকা পয়না নিয়ে গেছে। আলামিনেরও সংসার আছে। সে আমার মা’কে নিয়ে সংসার করবে না। কিন্তু আমাদের টাকা ও স্বর্ণ আত্মসাত করতে এমন কাজ করেছে। ঘটনার সঠিক বিচার দাবি করেন তিনিও।

বাদীপপেক্ষর মামলার আইনজীবী শরিফুল ইসলাম মিলন বলেন, মানিকগঞ্জ সদর উপজেলার আলী নগর গ্রামের প্রবাসী ইসমাইল হোসেনের স্ত্রী তাদের প্রতিবেশী আলামিনের সঙ্গে চলে গেছে। কিন্তু যাওয়ার সময় ইসমাইলের সারাজীবনের সঞ্চিত টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। পারিবারিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ ইসমাইল।

এ ঘটনায় মানিকগঞ্জ ২ নং ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রাহুল দে এর আদালতে মামলা করা হলে তিনি মামলাটি আমলে গ্রহণ করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। সুষ্ঠ তদন্তে নিশ্চই প্রকৃত ঘটনা বেড়িয়ে আসবে এবং বাদী ন্যায় বিচার পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অ্যাড. মিলন।