জুমবাংলা ডেস্ক : মিয়ানমারের সীমান্তবর্তী কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে মধ্যরাত থেকে আবারও গোলাগুলি ও বোমার শব্দ শোনা গেছে। এ সময় মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে ওঠে সীমান্ত এলাকার বাড়িঘর। রবিবার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত টানা মর্টার শেল ও বোমার শব্দে সারারাত ঘুমাতে পারেননি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
দুদিন বন্ধ থাকার পর টেকনাফ উপজেলা সদর, সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ, সেন্টমার্টিন, হ্নীলা ও হোয়াইক্যং এলাকায় বিস্ফোরণের শব্দ ভেসে আসে।
মিয়ানমারের অভ্যন্তরে এসব গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এপারের সীমান্ত এলাকার মানুষজন।
সাবারাং নয়াপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সালাম জানান, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। দুদিন আগেও মর্টার শেল ও বোমার শব্দে ২৫টির অধিক বাড়িঘরে ফাটল দেখা দিয়েছিল।
টেকনাফ সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন সাংবাদিকদের বলেন, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে ওঠে সীমান্তের বাড়িঘর।
এদিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া, রহমতের বিল ও ধামনখালী সীমান্তে গভীর রাত থেকে ভোর রাত পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণের শব্দ ভেসে আসে। টানা মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে ওঠে সীমান্তের এপার।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বিভিন্ন সীমান্তে দীর্ঘদিন গোলাগুলি বন্ধ থাকার পর হঠাৎ রবিবার মধ্যরাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত সীমান্তের ওপার থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসে। এ নিয়ে সীমান্তের বাংলাদেশি বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।