আন্তর্জাতিক ডেস্ক : ১৮৯৮ সালে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করার পর সম্প্রতি নিউজিল্যান্ডের একটি বনে ফিরে এসেছে তাকাহে পাখি।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, কয়েক দশক আগে বিলুপ্ত হয়ে যাওয়া তাকাহে নামের বড় পাখি নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের বনে ফিরে এসেছে।
তাকাহে লাল ঠোঁট, শক্ত পা এবং উজ্জ্বল নীল ও সবুজ পালক বিশিষ্ট এবং প্রায় ৫০ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি পাখি। এগুলো দেখতে বড় মুরগির মতো যার ওজন ৩ কেজি পর্যন্ত হয়।
বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, পাখিগুলো বছরে একবার প্রজনন করে এবং এক থেকে দুটি ছানা বড় করে। তারা বনাঞ্চলে ১৮ বছর এবং অভয়ারণ্যে ২২ বছর পর্যন্ত বাঁচতে পারে। এরা স্টার্চি গাছের পাতা এবং বীজ খায়।
জীবাশ্মের বিশ্লেষণ থেকে প্রমাণিত হয়, পাখিটি প্রাগৈতিহাসিক প্লাইস্টোসিন যুগ থেকেই নিউজিল্যান্ডের বাস্তুতন্ত্রের একটি অংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।