ধান না লাগিয়েও ১০০ মণ ধান পেয়েছেন কৃষক

জুমবাংলা ডেস্ক : জমিতে ধান না লাগিয়ে এবং কোন পরিচর্যা ছাড়া খুলনার রুপসায় কৃষক সুলতান গত বছর ১০ একর জমি থেকে ১০০ মণ ধান পেয়েছেন।

ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ তার নিজ ফেসবুক পেজে এই সংবাদটি দিয়েছেন।

তিনি লিখেন, গত বছর কৃষক সুলতান ১০ একর জমিতে চাষ করা উফসী জাতের ধান কেটে ঘরে তোলার পর লক্ষ্য করেন জমিতে শীষ থেকে প্রচুর পাকা ধান পড়ে আছে।

তিনি সেই জমি ওভাবেই রেখে দেন। আস্তে আস্তে সেই ধান থেকে চারা গজিয়ে পুরো মাঠ ভরে যায়। কোনো বীজ- সার- চাষাবাদ ও পরিচর্যা ছাড়াই দশ একর জমি থেকে ১০০ মণ ধান আসে তার গোলায়।

এবারো সেই জমি সোনালী ধানে ভরে উঠেছে। কৃষক সুলতান আশা করছেন ঝরে পড়া ধানে জন্মানো গাছের কোনো পরিচর্যা ছাড়া এবার তিনি আরো বেশি ধান ঘরে তুলতে পারবেন।

[৭] আশপাশের কৃষকের মধ্যে সুলতানের এই সাফল্য উদ্দীপনা তৈরি করছে। কারণ এই ধান আসছে নিয়মিত ফসলের অতিরিক্ত হিসেবে।