আন্তর্জাতিক ডেস্ক : বদলে গেছে বাংলাদেশি দুই প্রবাসীর ভাগ্য। ভারতীয় তিন প্রবাসীর সঙ্গে তারা প্রত্যেকে দেড় লাখ ডলারের ‘বিগ টিকিট’ পুরস্কার জিতেছেন। বাংলাদেশের মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা। দুবাইয়ে প্রতি সপ্তাহে এই ‘বিগ টিকিট’ ড্র হয়। এই ড্র ব্যবস্থায় বিজয়ী দুই বাংলাদেশি হলেন- আবু মানসুর আলি আহমেদ (৫২) এবং রহমত উল্লাহ (৩০)।
এরমধ্যে আলি আহমেদ গাড়ির ওয়ার্কশপের মালিক। তিনি ১৯৯২ সাল থেকে বসবাস করছেন ফুজাইরাতে। কাকতালীয়ভাবে ওই একই বছর শুরু হয় বিগ টিকিট। প্রথমে ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে তিনি বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন। তারপর থেকে ২০ বন্ধুর এক গ্রুপের সঙ্গে প্রতি মাসেই তিনি কিনে চলেছেন বিগ টিকিট। তবে এবার তার ভাগ্য খুলে যাবে কে জানতো! প্রথমে তিনি পুরস্কার পাওয়ার খবর পান ফোনকলে। এ খবর শুনে বেশ খুশিই হয়েছিলেন। তবে এই অর্থ দিয়ে কী করবেন প্রথমে তা নিয়ে কোনো পরিকল্পনা করেননি। তবে ভবিষ্যতে এই বিগ টিকিট অব্যাহতভাবে কিনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার প্রত্যয় ঘোষণা করেন। অন্যদেরকেও তিনি বিগ টিকিট কিনতে উৎসাহিত করেন। কারণ, যে কেউ এরপর জিতে নিতে পারেন পুরস্কার।
অন্যদিকে রহমত উল্লাহ বাংলাদেশি একজন সুপারভাইজার। তিনি বর্তমানে বসবাস করছেন কাতারে। ৫ বন্ধুর এক গ্রুপের সঙ্গে প্রতি মাসে তিনিও বিগ টিকিট কেনেন। ওদিকে একই পুরস্কার জিতেছেন ভারতের কেরালার ৩৪ বছর বয়সী মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অখিল শ্রীকান্ত প্রসাদ। তিনি ২০১৬ সাল থেকে বসবাস করছেন সংযুক্ত আরব আমিরাতে। ১০ বন্ধুর এক গ্রুপের সঙ্গে গত আট বছর ধরে তিনিও এই টিকিট কিনে চলেছেন।
এবার পুরস্কার জয়ের খবরে উদ্বেলিত হয়ে পড়েন তিনি। বলেন, আমি খুব খুশি। ধন্যবাদ বিগ টিকিটকে। তিনি পুরস্কারের অর্থ নিজের ব্যবসায় ব্যবহার করবেন। এই পুরস্কার জিতেছেন আরও এক ভারতীয়। তিনি অমল ভি বি (২৭)। কেরালার একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তিনি। প্রায় ৫ বছর ধরে বসবাস করছেন শারজাহতে। বন্ধুদের ১০ জনের একটি গ্রুপের সঙ্গে প্রতি মাসে তিনি বিগ টিকিট কিনে যাচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকারী আত্মীয়দের মাধ্যমে প্রথম পুরস্কার জেতার খবর পান। পরে তিনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিশ্চিত হন। পুরস্কারের কিছু অর্থ আর্থিক সুবিধায় এবং বাকি অংশ ভবিষ্যতের জন্য জমা করে রাখবেন। ভারতীয় আরেক ভাগ্যবান হলেন রিশাল আরিয়্যাল। তিনি অনলাইনে কিনেছিলেন বিগ টিকিট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।