আন্তর্জাতিক ডেস্ক : গবাদি পশুর জন্য ঘাস কাটতে মাঠে যাচ্ছিলেন দিনমজুর ভাস্কর। সেই সময় ৩০ রুপি দিয়ে লটারির টিকিট কেনেন তিনি। তারপর কাজকর্মে ভুলেই গিয়েছিলেন সেই টিকিটের কথা। তবে ওই লটারিতেই ভাগ্য খুলে গেছে ভাস্করের। কোটি টাকা জিতে নিয়েছেন তিনি।
রোববার (১ অক্টোবর) ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় ঘটেছে এই ঘটনা।
সংবাদমাধ্যম দ্য ওয়াল জানায়, জেলার মঙ্গলকোটের বাসিন্দা ভাস্কর। সংসার চালাতে গিয়ে প্রতিদিন নাভিশ্বাস উঠত তার। মা, স্ত্রী, ছেলে, ছেলের বউ নিয়ে তার সংসার। প্রতিদিন এতগুলো মুখে কীভাবে দুই বেলা খাবার তুলে দেবেন সেই চিন্তাতেই অধিকাংশ সময় কাটত তার। কিন্তু ভাস্করের দিন এখন পাল্টে গেছে।
ভাস্করের এমন ভাগ্য পরিবর্তনে উচ্ছ্বসিত পাড়া-প্রতিবেশীরা। জানা গেছে, অভাবের মধ্যেও পয়সা জমিয়ে লটারির টিকিট কিনতেন ভাস্কর। যদিও এর আগে কখনোই বড় কোনও পুরস্কার জেতেননি। এবারই প্রথম সদয় হলেন ভাগ্যবিধাতা। অথচ কোনও প্রত্যাশা ছাড়াই সেদিন টিকিট কিনেছিলেন তিনি।
ভাস্কর জানিয়েছেন, লটারির টাকায় একটি পাকা বাড়ি বানাবেন। কিছু জমিও কিনবেন। আর বাকি টাকা সঞ্চয় করবেন ভবিষ্যতের জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।