আশঙ্কা করেছিলাম বিএনপি অগ্নিসন্ত্রাস করবে, সেটাই সত্যি হলো: কাদের

জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আশঙ্কা করেছিলাম সেটাই সত্যি হলো। বার বার বলেছি তাদের একদফা আন্দোলন হলো অগ্নিসন্ত্রাস। এটা গতকালই করতো। আওয়ামী লীগের শক্ত অবস্থানের কারণে করতে পারেনি। যুব, ছাত্র, স্বেচ্ছাসেবক লীগের যে নবজাগরণ সৃষ্টি করেছে, তা রেকর্ড। তারুণ্যের উত্থান, তাদের আন্তরিক ধন্যবাদ।

শনিবার (২৯ জুলাই) আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউয়ের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পিএম (প্রধানমন্ত্রী ) নবজাগরণ প্রত্যক্ষ করেছেন। আমাদের শক্তি আছে, এতে পিএম খুশি। এটা অব্যাহত রাখতে হবে।

ওবায়দুল কাদের বলেন, ঢাকার প্রবেশ পথে অবস্থান নিয়ে রাজধানীতে প্রবেশ বন্ধ করে দেবে। তারা অতিরিক্ত জামাকাপড় ও চাদর নিয়ে আসতে বলেছিল। শেখ হাসিনাকে না নামিয়ে ফিরে যাবে না, এটা সিদ্ধান্ত অর্থপাচারকারী, আর রাজনীতি করবে না বলে লন্ডনে পাড়ি দিয়েছে তার। ভিডিও নির্দেশেনা দিয়েছে, আদালতের আদেশ প্রতিনিয়ত তারেক রহমান লঙ্ঘন করে চলেছে। আদালতের আদেশ ছিল তার কোন বক্তব্য কোন ফর্মে চালানো যাবে। আদালতকে সে গালিগালাজ করে চলেছে। বক্তব্য, স্টেটমেন্ট কিছু দিতে পারবে না, এটা লঙ্ঘন করে চলেছে। সে বলেছে আন্দোলন কর টাকার অভাব হবে না।